For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাপমুক্তির পথে আর এক ধাপ দূরে শারাপোভা

রুশ টেনিস সুন্দরীর শাপমোচন। নিষিদ্ধ ওযুধ সেবনের জন্য নির্বাসিত হওয়ার পর সার্কিটে ফিরেছেন বেশ কিছুদিন, এবার দাঁড়িয়ে সাফল্যের দোরগোড়ায়।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

রুশ টেনিস সুন্দরীর শাপমোচন। নিষিদ্ধ ওযুধ সেবনের জন্য নির্বাসিত হওয়ার পর সার্কিটে ফিরেছেন বেশ কিছুদিন, এবার দাঁড়িয়ে সাফল্যের দোরগোড়ায়। তিয়ানজিন ওপেনের ফাইনালে পৌঁছলেন মাশা। ডোপিং থেকে ফিরে আসার পর এটাই প্রথম টুর্নামেন্ট যার ফাইনালে পৌঁছলেন রুশ সুন্দরী।

শাপমুক্তির পথে আর এক ধাপ দূরে শারাপোভা

শনিবার পেং সুহাইকে হারিয়ে পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম ওপেন জয়ী মারিয়া শারাপোভা পৌঁছলেন তিয়ানজিন ওপেনের ফাইনালে। ১৫ মাসের নির্বাসনের পর মাশার এটা সপ্তম টুর্নামেন্ট ছিল। ওয়াইল্ড কার্ড দিয়ে এই টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পেয়েছিলেন মারিয়া শারাপোভা।

১৫ মাসের নির্বাসনের পর গত এপ্রিলে স্টুটগার্ট ওপেন দিয়ে সার্কিটে ফেরেন তিনি। এদিনের সেমিফাইনালে হারালেন পেং সুহাইকে। স্ট্রেট সেটে জিতে নেন ম্যাচ, খেলার ফল ৬-৩, ৬-১।

শাপমুক্তির পথে আর এক ধাপ দূরে শারাপোভা

প্রায় দু বছর কোনও খেতাব জেতেননি মাশা। রবিবারের ফাইনালে ১০২ নম্বরে থাকা বেলারুশের আরিয়ান সাবালেঙ্কার বিরুদ্ধে স্বাভাবিকভাবেই ফেভারিট তিনি। সার্কিটে ২০০৩ সালে পা রেখেছেন রুশ সুন্দরী তারপর এই প্রথম এতদিনের ব্যবধানে কোনও খেতাব পাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে।

শাপমুক্তির পথে আর এক ধাপ দূরে শারাপোভা

চোটের জন্য এ বছর উইম্বলডনে খেলা হয়নি তাঁর। অন্যদিকে ফরাসি ওপেনের উদ্যোক্তারা তাঁকে ওয়াইন্ডকার্ড এন্ট্রি দিতে রাজি ছিল না। ফলে ফেরার পর এ মরশুমে একমাত্র ইউএস ওপেনে অংশ নিয়েছেন।যাতে শেষ ষোল অবধি পৌঁছেছিলেন সকলের হার্টথ্রব মাশা।

English summary
Sharapova reaches first final afer doping ban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X