For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উইম্বলডনের শুরুতেই অঘটন, উইলিয়ামকে হারাল ১৫ বছরের স্কুল গার্ল

উইম্বলডনের ইতিহাসে সবচেয়ে বড় ইন্দ্রপতন। মেয়েদের সিঙ্গলসে ৭টি গ্র্যান্ডস্ল্যামের মালকিন ভেনাস উইলিয়ামকে হারাল ১৫ বছরের স্কুল গার্ল কোরি গাফ

  • |
Google Oneindia Bengali News

উইম্বলডনের ইতিহাসে সবচেয়ে বড় ইন্দ্রপতন। মেয়েদের সিঙ্গলসে ৭টি গ্র্যান্ডস্ল্যামের মালকিন ভেনাস উইলিয়ামকে হারাল ১৫ বছরের স্কুল গার্ল কোরি গাফ।

উইম্বলডনের শুরুতেই অঘটন, উইলিয়ামকে হারাল ১৫ বছরের স্কুল গার্ল

আইডলকে হারিয়ে উচ্ছ্বসিত মার্কিন টেনিস তরুণী। ওপেনিং রাউন্ডে ৬-৪,৬-৪ স্ট্রেট সেটে ম্যাচ জেতেন কোরি। উইম্বলডনের ইতিহাসে মেয়েদের মধ্যে সবচেয়ে কম বয়সে কোয়ালিফাই করে আগেই সাড়া ফেলে দিয়েছিলেন, এবার টুর্নামেন্টের শুরুতেই ভেনাসকে ছিটকে গিয়ে শিরোনামে উঠে এলেন গাফ।

ম্যাচ জিতে মার্কিন তরুণী বলেন, ' এই প্রথমবার ম্যাচ জিতে কান্নায় ভেঙে পড়লাম। সত্যিই স্বপ্নের মধ্যে রয়েছি বলে মনে হচ্ছে। এই অনুভূতির কথায় প্রকাশ করা যাবে না। এবার নিশ্চই শিক্ষকরা আমার ম্যাচ দেখতে টিভির পর্দায় চোখ রাখবে।'

একনজরে কোরি গাফের কেরিয়ার-

মাত্র ১৫ বছর বয়সেই ইতিমধ্যেই খবরের শিরোনামে কোরি গাফ। সবচেয়ে কম বয়সী মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে ইউ এস ওপেনে খেলেছেন। ১৩ বছর বয়সে ইউ এস ওপেন খেলার নজির রয়েছে গাফের। সেই সঙ্গে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে(১৫ বছর) ফরাসি ওপেনের কোয়ালিফাইয়িং ম্যাচ জয়ের কীর্তি রয়েছে। ৮ বছর বয়সে টেনিসে হাতেখড়ি, বর্তমানে মেয়েদের বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ৩১৩ নম্বরে রয়েছেন মার্কিন টেনিস তরুণী।

English summary
Upset in Wimbledon, 15-Year-Old school girl Cori Gauff beat idol Venus Williams
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X