For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উইম্বলডনে ইন্দ্রপতন! শীর্ষবাছাই সিমোনাকে ছিটকে দিলেন ৪৮ নম্বর সু-ওয়েই

অল ইংল্যান্ড কোর্টে শনিবার মহিলাদের টেনিসে নক্ষত্রপতন। বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা সিমোনা হেলেপ তৃতীয় রাউন্ডে ছিটকে গেলেন ৪৮ নম্বর ক্রমতালিকায় থাকা তাইওয়ানের সিয়েহ সু-ওয়েই।

  • |
Google Oneindia Bengali News

অল ইংল্যান্ড কোর্টে শনিবার মহিলাদের টেনিসে নক্ষত্রপতন। বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা সিমোনা হেলেপ তৃতীয় রাউন্ডে ছিটকে গেলেন ৪৮ নম্বর ক্রমতালিকায় থাকা তাইওয়ানের সিয়েহ সু-ওয়েই।

উইম্বলডনে শীর্ষবাছাই সিমোনাকে ছিটকে দিলেন ৪৮ নম্বর সু-ওয়েই

২ ঘণ্টা ২০ মিনিটের ম্যাচে সিমোনা প্রথম সেট ৩-৬ ব্যবধানে জেতার পর শেষ দুটি সেট ৬-৪ ও ৭-৫ ব্যবধানে হেরে যান। এদিন সিমোনাও ছিটকে যাওয়ায় শীর্ষবাছাই প্রথম দশে থাকা খেলোয়াড়দের মধ্যে টিকে রইলেন একমাত্র চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা।

এই প্রথম ৩২ বছর বয়সী তাইওয়ানিজ সু-ওয়েই শেষ ১৬-য় উঠলেন। এবার তিনি খেলবেন স্লোভাকিয়ার ডমিনিকা সিবুলকোভার বিরুদ্ধে। ডমিনিকা ব্রিটেনের জোহানা কোন্তাকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন।

এবছরই ফরাসি ওপেন জিতেছেন হেলেপ। বিশ্বের একনম্বর মহিলা টেনিস তারকা হিসাবে এর আগে ২০১৪ সালে সেরেনা উইলিয়ামসও শীর্ষস্থানে থেকে উইম্বলডনের শেষ ১৬-য় উঠতে পারেননি।

English summary
Wimbledon 2018: Simona Halep loses to Hsieh Su-wei in third round
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X