For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের জেরে বাতিল হতে পারে উইম্বলডন, কবে জেনে নিন

করোনা ভাইরাসের জেরে বাতিল হতে পারে উইম্বলডন, কবে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে এবার কোপ পড়তে চলেছে উইম্বলডনে। ঐতিহ্যবাহী এই টেনিস টুর্নামেন্ট এবছর নাও হতে পারে বলে সূত্রের খবর। চলতি সপ্তাহেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও খবর।

করোনায় ক্ষতি

করোনায় ক্ষতি

বিশ্বব্যাপী নোবেল করোনা ভাইরাসের বলি হয়েছেন ৩৫ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৭ লক্ষ। ইংল্যান্ডে ইতিমধ্যেই মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ১২২৮ জনের। আক্রান্তের সংখ্যা সাড়ে ১৯ হাজার। আক্রান্তদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রিন্স চার্লস সহ রাজবাড়ির আরও বেশকিছু সদস্য।

কবে থেকে শুরু হওয়ার কথা

কবে থেকে শুরু হওয়ার কথা

২৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের উইম্বলডন। কিন্তু করোনা ভাইরাসের প্রভাব যেভাবে বেড়ে চলেছে, তাতে সে সময় পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়। তাই সম্ভবত চলতি সপ্তাহের বুধবারই বাতিল করে দেওয়া হতে পারে ঐতিহ্যবাহী এই টেনিস টুর্নামেন্ট।

বুধবার বৈঠক

বুধবার বৈঠক

জার্মান টেনিস ফেডারেশনের তরফে জানানো হয়েছে চলতি সপ্তাহের বুধবারই উইম্বলডনের ভবিষ্যত নিয়ে জরুরি বৈঠকে বসছে আয়োজক অল ইংল্যান্ড ক্লাব। সেই বৈঠকে উইম্বলডন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

স্থগিত ফ্রেঞ্চ ওপেন

স্থগিত ফ্রেঞ্চ ওপেন

চলতি বছরের ১৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট। করোনা ভাইরাসের জেরে তা স্থগিত করে দেওয়া হয়েছে। চলতি বছরেরই সেপ্টেম্বরে ওই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। একই কারণে স্থগিত করে দেওয়া হয়েছে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টও।

English summary
Wimbledon may cancelled on this week amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X