For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত পর্তুগল, জেনে নিন

আর পাঁচটা দেশের মতোই বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে পর্তুগল। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ছোট ছোট ভুলগুলিকে শুধরে নেওয়াই প্রধান লক্ষ্য ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দলের।

Google Oneindia Bengali News

আর পাঁচটা দেশের মতোই বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে পর্তুগল। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ছোট ছোট ভুলগুলিকে শুধরে নেওয়াই প্রধান লক্ষ্য ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দলের।

বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত পর্তুগল, জেনে নিন

বরাবরই বিশ্ব ফুটবলে সম্ভ্রম আদায় করে নেওয়া নাম পর্তুগল। বর্তমানে ফিফা ক্রমতালিকায় চতুর্থস্থানে থাকা পর্তুগল অন্যতম ফেভারিট খেতাবি লড়াইয়ে। তবে, এই বিশ্বকাপে পর্তুগলকে চিন্তায় রাখবে তাদের রিজার্ভ বেঞ্চ। কারণ বিশ্বকাপের জন্য যে দল পর্তুগিজ কোচ বেছেছেন, তাদের অনেকেরই খুব বেশি অভিজ্ঞতা নেই বড় মঞ্চে খেলার। এত বড় টুর্নামেন্টে চোট আঘাত সংক্রান্ত সমস্যা লেগেই থাকবে। ফলে পর্তুগলের প্রথম একাদশের কোনও ফুটবলার যদি চোট পেয়ে যান টুর্নামেন্টের মাঝে, তবে তা চিন্তা বাড়াবে কোচ ফার্নান্দো স্যান্তোসের।

পাশাপাশি বহুবার দেখা গিয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো থাকলে পর্তুগলের এক রূপ, কিন্তু সিআর ৭ না থাকলেই পর্তুগলের অন্য রূপ। রোনাল্ডো যদি কোনও কারণে চোট পেয়ে সাইডলাইনের বাইরে চলে যান, তাহলে তা কপালে ভাঁজ ফেলতে বাধ্য পর্তুগিজ সমর্থকদের।

এক দিক দিয়ে পর্তুগিজ শিবির দুর্বল হলেও, অন্য দিকে দিয়ে বেশ শক্তিশালী তারা। পর্তুগলের মূল শক্তি লুকিয়ে রয়েছে তাদের ফ্রন্ট লাইনে। বিশেষ চোট প্রবণ ফুটবলার নন সিআর ৭। ফলে রোনাল্ডো যদি পর্তুগলের হয়ে প্রায় প্রতিটি ম্যাচ খেলতে পারে তাহলে বিশ্বকাপে ভাল কিছু করার আশা করতেই পারেন সমর্থকেরা। কারণ সিআর ৭ এমনই একজন ফুটবলার যিনি বিশ্বের যে কোনও ডিফেন্সেকে ভেঙে দিতে পারেন। তবে, রোনাল্ডোর পাশাপাশি অ্যাটাকিং লাইনের অন্যান্য ফুটবলারদেরও দায়িত্ব নিতে হবে। ২২ বছরের তরুণ স্ট্রাইকার আন্দ্রে সিলভাকেও যোগ্য সঙ্গত দিতে হবে রোনাল্ডোকে। এছাড়া ইউরো কাপে চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাসও বিশ্বকাপের মঞ্চে কাজে লাগবে পর্তুগলের। আসন্ন বিশ্বকাপে মূলত দুই জন পর্তুগিজ ফুটবলারের উপর নির্ভর করবে পর্তুগলের বিশ্বকাপ ভাগ্য।

ক্রিস্টিয়ানো রোনাল্ডো: এটা আর বলার অপেক্ষা রাখে না যে পর্তুগলের সব আশা-ভরসা এই একজনকে ঘিরেই। রোনাল্ডো ঝলসে উঠলে বিশ্বকাপে বহু দূর এগোতে পারে পর্তুগল। সম্প্রতি রোনাল্ডোর ফর্মও বেশ ভাল। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করতে না পারলেও সিআর ৭ যে কোনও দিনই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। বিশ্বকাপে পর্তুগলের ভাগ্য নির্ভর করবে তাদের অধিনায়কের উপর।

বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত পর্তুগল, জেনে নিন

আন্দ্রে সিলভা: রোনাল্ডোর পর যদি কারোর উপর পর্তুগলের নজর থাকে, তাহলে সেটা আন্দ্রে সিলভা। তরুণ এই স্ট্রাইকার ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছেন বিশ্ব ফুটবলে। ইউরোপা লিগে মিলানের হয়ে সাতটি গোল করেন তিনি। পর্তুগলের হয়ে খেলছেন ২০১৬ সাল থেকে। এখনও পর্যন্ত ২৩ ম্যাচে ১২টি গোল করেছেন তিনি।

বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত পর্তুগল, জেনে নিন

বিশ্বকাপে পর্তুগলের ম্যাচ:

পর্তুগল বনাম স্পেন, ১৫ জুন ২০১৮
পর্তুগল বনাম মরক্কো, ২০ জুন ২০১৮
পর্তুগল বনাম ইরান, ২৫ জুন ২০১৮

বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত পর্তুগল, জেনে নিন

বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত পর্তুগল, জেনে নিন

এক ঝলকে দেখে নিন কারা সুযোগ পেলেন পর্তুগলের ২৩ জনের দলে

গোলরক্ষক: অ্যান্তোনি লোপেজ, বেতো, রুই প্যাট্রিসিও

ডিফেন্ডার: ব্রুনো অ্যালভেস, সেড্রিক সোয়ারেস, হোসে ফোন্তে, মারিও রুই, পেপে, রাফায়েল গুরেরো, রিকার্ডো পেরেইরা, রুবেন দিয়াজ

বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত পর্তুগল, জেনে নিন

মিডফিল্ডার: অ্যাদ্রিয়েন সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও মারিও, জোয়াও মুতিনহো, মানুয়েল ফের্নান্দেজ, উইলিয়াম কার্ভালহো

ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা, বের্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, গেলসন মার্টিন্স, গনসালো গুয়েদেস, রিকার্ডো কারেসমা

বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত পর্তুগল, জেনে নিন

English summary
Football fans are eagerly waiting for 2018 fifa world cup. Portugal is one of the favorite in this world cup. Know about the team in detail.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X