For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবিবারই আইলিগের ইতিহাসে শেষ কলকাতা ডার্বি! দুই প্রধানের প্রতীক্ষা কি আরও বাড়বে, বিস্তারিত জেনে নিন

আসন্ন কলকাতা ডার্বি আই-লিগের চূড়ান্ত মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ হতে পারে।

Google Oneindia Bengali News

রবিবার (২৭ জানুয়ারি), বছরের প্রথম কলকাতা ডার্বিতে আইলিগ ২০১৮-১৯-এর ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচে ২১ পয়েন্টে থাকা মোহনবাগানের আইলিগ জেতার সম্ভাবনা আর না থাকলেও ১ ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি থাকা ইস্টবেঙ্গলের ট্রফি জয়ের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয় পাওয়া অত্যন্ত জরুরি।

তবে বিশ্বের প্রতিটি ডার্বিই, লিগের অবস্থান বা কাপ জেতার দৌড়ের ছকের বাইরে। ফিফার মনোনয়নে বিশ্বের অন্যতম সেরা কলকাতা ডার্বিও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন লিগে ও নকআউট টুর্নামেন্টে এই দুই দল ৩০০ বারেরও বেশি পরস্পরের মুখোমুখি হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি), আইলিগের ইতিহাসে ২৪তম কলকাতা ডার্বি হতে চলেছে। তবে এটিই কিন্তু এই লিগের শেষ কলকাতা ডার্বি হতে পারে। কারণ দুই দলই আইএসএল খেলতে আগ্রহী এবং দুই দলই এই বিষযে অনেকদূর এগিয়ে গিয়েছে।

এক পা বাড়িয়ে লাল-হলুদ

এক পা বাড়িয়ে লাল-হলুদ

ইটিমধ্যেই ক্লাবের শেয়ারের ৭০ শতাংশ কোয়েস সংস্থার হাতে তুলে দিয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলার দিকে এক পা বাড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। নয়া ব্র্যান্ড হিসেবে জন্ম হযেছে কোয়েস ইস্টবেঙ্গল-এর। এই বছরই তাদের আইএসএল খেলা নিয়ে জোর গুজব ছিল। পরের বছর নিশ্চিত ভাবে আইলিগে আর দেখা যাবে না মেনেন্দেজের দলকে।

পিছিয়ে নেই সবুজ-মেরুনও

পিছিয়ে নেই সবুজ-মেরুনও

অন্যদিকে মোহনবাগানও আইএসএল খেলতে আগ্রহী। এর জন্য আপাতত তাঁরা বিনিয়োগকারী খুঁজছে। বিভিন্ন সংস্থার সঙ্গে কথা চলছে তাদের। শনিবারই বাগান শিবিরে এই নিয়ে মিটিং হওয়ার কথা। বেসরকারি সংস্থার হাতে শেয়ার তুলে দিতে যাতে সমস্যা না হয়, তার জন্য ইতিমধ্যেই শেয়ার হোল্ডারদের কাছ থেকে সমস্ত শেয়ার নিয়ে প্যারেন্ট বডি মোহনবাগানের অ্যাথলেটিক ক্লাব-এর নামে জড়ো করা হয়েছে। বিনিয়োগকারীর নাম ঘোষণার পরই তারা আইএসএল খেলতে চেয়ে বিড করবে।

ইস্টবেঙ্গল কর্তাদের বক্তব্য

ইস্টবেঙ্গল কর্তাদের বক্তব্য

২০১৮-১৯ ফুটবল মরসুম শুরুর আগেই ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্য দেবব্রত সরকার (নিতু) জানিয়েছিলেন আইএসএল-এর বিডিং চালু হলেই ইস্টবেঙ্গল তাতে অংশ নেবে। তাঁর দাবি, কোয়েস সংস্থা প্রয়োজনে ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে রাজি আছে। বাজেট তাঁদের সমস্যা নয়।

মোহনবাগান কর্তাদের বক্তব্য

মোহনবাগান কর্তাদের বক্তব্য

মোহনবাগানের ফুটবল সচিব স্বপন বন্দোপাধ্যায় জানিয়েছেন, মোহবাগানের সমর্থন ছাড়া ইস্টবেঙ্গলের পক্ষে আইএসএল খেলা সম্ভব নয়। খেললে দুটি দলই একসঙ্গে খেলবে, নাহলে কেউই খেলবে না।

অবশ্য়ই ভারত ফুটবলের স্বার্থে এই দুই দলের এক লিগে খেলাটা অত্যন্ত জরুরি। পরিস্থিতি যা তাতে সম্ভবত আইলিগে আর এই ম্য়াচ দেখা যাবে না। তবে লিগ পাল্টে গেলেও দুই দলের প্রতিদ্বন্দ্বিতার চেনা ছবিটা সবসময় অমলিন থাকবে।

English summary
Upcoming Kolkata Derby could be the final Mohun Bagan vs East Bengal match in the I-League.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X