For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন ফিফার বিষ নজরে ইস্টবেঙ্গল, ঘাড়ে বড়সড় শাস্তির কোপ!

কেন ফিফার বিষ নজরে ইস্টবেঙ্গল, ঘাড়ে বড়সড় শাস্তির কোপ!

  • |
Google Oneindia Bengali News

চলতি আই লিগে ভালো জায়গায় নেই ইস্টবেঙ্গল। একের পর এক ম্যাচ হেরে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে লাল-হলুদের। চলছে অবনমন বাঁচানোর লড়াই। তারই মধ্যে ফিফার বড়সড় শাস্তির কোপেও পড়তে হল কলকাতার এই বড় দলকে। জাপানি ফুটবলার কাটসুমি উসার সঙ্গে প্রতারণা করার অভিযোগে মোটা টাকার ফাইন দিতে হল ইস্টবেঙ্গলকে।

কেন ফিফার বিষ নজরে ইস্টবেঙ্গল, ঘাড়ে বড়সড় শাস্তির কোপ!

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনে ফিফার দ্বারস্থ হয়েছিলেন কাটসুমি উসা। এ ব্যাপারে জমা পড়ে সব নথি খতিয়ে দেখে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সত্যিই দোষী ইস্টবেঙ্গল। শাস্তি হিসেবে লাল-হলুদ শিবিরকে ১৭ লক্ষ টাকা জরিমানা করেছে ফিফা। সেই টাকা কাটসুমিকে দিতে হবে। ২০১৮-র অক্টোবর থেকে এখনও পর্যন্ত ওই টাকার ওপর সুদও কাটসুমির প্রাপ্য বলে ইস্টবেঙ্গলকে জানিয়েছে ফিফা। ৪৫ দিনের মধ্যে সেই টাকা কাটসুমি না পেলে পরের মরশুমের দুটি উইন্ডোতেই ইস্টবেঙ্গল নতুন কোনও বিদেশি ফুটবলার নিতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা।

অভিযোগ, চুক্তি থাকা সত্ত্বেও কোয়েস আসার পর কাটসুমির সঙ্গে বঞ্চনা করে ইস্টবেঙ্গল। কোয়েসের চুক্তিপত্রে জাপানি ফুটবলারকে সই করানো হয়নি বলেও অভিযোগ। জাপান ফুটবল ফেডারেশনের মাধ্যমে এ ব্যাপারে ফিফার কাছে নালিশ জানিয়েছিলেন কাটসুমি। চুক্তি ও ক্ষতিপূরণ বাবদ ইস্টবেঙ্গলের কাছে ৮০ লাখ টাকা দাবি করেছিলেন ওই বিদেশি ফুটবলার। ফিফার ডিসপুট রেজলিউশন সেন্টার বিষয়টি মিটিয়ে দেয় অবশেষে।

অন্যদিকে আই লিগে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান আই লিগ জয়ের দিকে এগোলেও কার্যত অবনমন বাঁচানোর জন্য লড়ছে ইস্টবেঙ্গল। ১২ ম্যাচে ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে লাল-হলুদ। ঘুরে দাঁড়াতে মরিয়া কলকাতার দল দুই ধাক্কা কীভাবে সামলায়, সেটাই দেখার।

English summary
East Bengal punished by FIFA for did wrong to Katsumi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X