For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গলে নতুন ইনভেস্টার, আইএসএল খেলা নিয়ে আশা

ইস্টবেঙ্গলে নতুন ইনভেস্টার, আইএসএল খেলা নিয়ে আশা

  • |
Google Oneindia Bengali News

ঝড় ঝাপটা কাটিয়ে ইনভেস্টার পেয়ে গেল ইস্টবেঙ্গল। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মরসুমেই আইএসএলে খেলতে পারে লাল-হলুদ ক্লাব। ১০১ বছরে পা রাখা ইস্টবেঙ্গল এবছর হরি মোহন বাঙ্গুরের সংস্থা শ্রী সিমেন্টকে ইনভেস্টার হিসেবে পেয়েছে। যারপর লাল-হলুদ ক্লাবের আইএসএল খেলা নিয়ে আশার আলো। কিছুদিনের মধ্যে সরকারি ভাবে ইনভেস্টারের নাম ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

ইনভেস্টার পেতে লড়াই

ইনভেস্টার পেতে লড়াই

কোয়েসের সঙ্গে বিচ্ছেদের ইনভেস্টার পেতে ইস্টবেঙ্গলকে রীতিমতো ঘাম ঝড়াতে হয়েছে। কোয়েসের সঙ্গে সম্পর্ক ছেদের পর সিঙ্গাপুরের শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে বিনিয়োগ নিয়ে কথা অনেকদূর এগিয়েছিল।

আইএসএল নিয়ে নিশ্চয়তা দিতে না পারাতে বিনিয়োগ হারায় ইস্টবেঙ্গল

আইএসএল নিয়ে নিশ্চয়তা দিতে না পারাতে বিনিয়োগ হারায় ইস্টবেঙ্গল

কিন্তু শেষ পর্যন্ত চুক্তি হয়নি। শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায় ইস্টবেঙ্গলের আইএসএলে খেলার বিষয়ে নিশ্চয়তা চেয়েছিলেন। যা না দিতে পারাতেই তার সঙ্গে চুক্তি হয়নি।

ফের দুই প্রধানের লড়াই

ফের দুই প্রধানের লড়াই

ইস্টবেঙ্গল ইনভেস্টার পেয়ে যেতেই আলোচনার কেন্দ্রে আইএসএলে খেলা। মোহনবাগান এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে আগেই আইএসএলে প্রবেশ করেছে। এবার বিনিয়োগকারী পাওয়ার পর ইস্টবেঙ্গলও আইএসএলে খেলতে পারে বলে আশা। ফলে ফের দুই প্রধানকে মুখোমুখি হতে দেখা যেতে পারে। এবার আইএসএলে ডার্বি ম্যাচ ঘিরে প্রত্যাশা বাড়ছে।

আইএসএলের জন্য খরচ করতে রাজি শ্রী সিমেন্ট

আইএসএলের জন্য খরচ করতে রাজি শ্রী সিমেন্ট

জানা গিয়েছে, আইএসএল খেলার জন্য যে পরিমাণ অর্থ খরচ করতে হবে 'শ্রী সিমেন্ট' সেই পরিমাণ অর্থ খরচ করতে রাজি রয়েছে। শেষ পর্যন্ত যদি আইএসএলে খেলা না হয়, তখন আই লিগের জন্যেই খরচ করবে শ্রী সিমেন্ট।

 ফুটবল ছেড়ে ম্যাঞ্চেস্টারের রাস্তায় ঢোল বাজাচ্ছেন মেসি! গায়ে পাকিস্তানের জার্সি! ফুটবল ছেড়ে ম্যাঞ্চেস্টারের রাস্তায় ঢোল বাজাচ্ছেন মেসি! গায়ে পাকিস্তানের জার্সি!

English summary
East Bengal Find new investor, club set for dramatic entry into ISL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X