For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শারজাহে ফের ব্যাট হাতে নামলেন সৌরভ! দিল্লি ক্যাপিটালসের ভিডিও ভাইরাল

শারজাহে ফের ব্যাট হাতে নামলেন সৌরভ! দিল্লি ক্যাপিটালসের ভিডিও ভাইরাল

  • |
Google Oneindia Bengali News

২২ বছর আগের শারজাহ ফিরে এল আরও একবার। ফিরে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফিরে এল তাঁর স্টেপ আউট করে 'বাপি বাড়ি যা'। ফিরিয়ে আনল দিল্লি ক্যাপিটালস। উত্তরসূরি ঋষভ পন্থের মধ্যেই মহারাজকে খুঁজে পাওয়া গেল। শাহজাহের প্রেক্ষাপটে দিল্লি ক্যাপিটালসের পোস্ট করা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঋষভ পন্থের পর পর ছক্কা

আইপিএল ২০২০ খেলতে দুবাইতে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ঐতিহ্যবাহী শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সারছেন শ্রেয়স আইয়ার, অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রণ অশ্বিনরা। নেটে ব্যাট করার সময় স্পিনারকে লেগ সাইডে পরপর তিন বলে ছক্কা হাঁকান দিল্লি তথা ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তিন বারই বল প্রায় স্টেডিয়ামের ছাদে পাঠিয়ে দেন তরুণ ব্যাটসম্যান।

সৌরভকে মনে পড়েছে

সৌরভকে মনে পড়েছে

ঋষভ পন্থের পরপর তিন ছক্কার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে দিল্লি ক্যাপিটালস। সেই মুহূর্তের আলোয় বিসিসিআই সভাপতি তথা দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে কথা মনে পড়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজির।

১৯৯৮-এর বাপি বাড়ি যা

১৯৯৮ সালে এই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে কোকা কোলা কাপের গুরুত্বপূর্ণ ওয়ান ডে ম্যাচে জিম্বাবোয়ের মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ওপেনার সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে লম্বা পার্টনারশিপ হয়েছিল। জিম্বাবোয়ের গ্র্যান্ট ফ্লাওয়ারের পরপর তিন বলে এগিয়ে এসে ছক্কা হাঁকিয়েছিলেন বিসিসিআই সভাপতি। তিন বারই বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়েছিলেন মহারাজ। সেই সূত্রেই ঋষভ পন্থের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জুড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস।

সৌরভের সঙ্গে সম্পর্ক নিবিড়

সৌরভের সঙ্গে সম্পর্ক নিবিড়

গত মরশুমের আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তখন থেকেই ওই দলের সঙ্গে বিসিসিআই সভাপতির সম্পর্ক নিবিড় হয়েছে বলা চলে। দিল্লি ক্যাপিটালসের মালিকপক্ষ জেএসডব্লুউ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বর্তমানে কাজও করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

English summary
IPL 2020 : Delhi Capitals pay tribute to Sourav Ganguly by Rishabh Pant sixes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X