For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাসেলের বিরুদ্ধে কোনও দিনও নেটে বল করব না, আইপিএল শুরুর আগে কেন বললেন নাইট ক্রিকেটার

রাসেলের বিরুদ্ধে কোনও দিনও নেটে বল করব না, আইপিএল শুরুর আগে কেন বললেন নাইট ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

'ওয়েস্ট ইন্ডিয়ান তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল কতটা ভয়ঙ্কর হতে পারে, তা আমরা সবাই দেখেছি। রাসেলকে তাই আমি নেটেও বল করতে চাই না।' কেকেআর দলের তারকা ক্রিকেটারকে নিয়ে এমনটাই বললেন সতীর্থ সিদ্ধেশ লাড।

মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কেকেআরে সিদ্ধেশ

মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কেকেআরে সিদ্ধেশ

পাঁচ বছর মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন সিদ্ধেশ। যদিও মুম্বই জার্সিতে আইপিএলে খুব বেশি খেলার সুযোগ পাননি। ব্যাটের পাশাপাশি স্পিনও করতে পারেন। তবে কোনভাবে রাসেলের বিরুদ্ধে বোলিং করতে চাননা বলে স্পষ্ট করে দিয়েছেন। একই দলে খেলার সুবাদে এবছর আইপিএলে ম্যাচে কোনভাবেই আন্দ্রে রাসেলের বিরুদ্ধে খেলতে হবে না। কিন্তু নেটে বোলিং করার ঝুঁকি কি নেবেন? সেখানেই সিদ্ধেশের স্পষ্ট উত্তর, রাসেলকে আমি নেটেও বল করতে চাই না!

আইপিএলে বল গড়ানোর আগে রাসেলকে নিয়ে চর্চা তুঙ্গে

আইপিএলে বল গড়ানোর আগে রাসেলকে নিয়ে চর্চা তুঙ্গে

আরব আমিরশাহীতে বল গড়ানোর আগে আন্দ্রে রাসেলকে নিয়ে চর্চা তুঙ্গে। গত বছর আইপিএলে ১৪ ম্যাচ খেলে ৫১০ রান করেছিলেন। বিগ হিটার রাসেল প্রায় প্রতিটি ইনিংসেই ঝড় তোলেন। সব মিলিয়ে ৫২টি ছক্কা ও ৩১টি চার হাঁকিয়েছিলেন অলরাউন্ডার।

রাসেলকে টপ অর্ডারে চাইছেন দলের মেন্টর

রাসেলকে টপ অর্ডারে চাইছেন দলের মেন্টর

এবারও রাসেলকে বিধ্বংসী ভূমিকায় চাইছে দল। সেই কারণেই আরও রাসেল উপরের দিকে ব্যাট করলে নাইট রাইডার্স উপকৃত হবে বলে কেকেআর মেন্টর ডেভিস হাসি প্রতিক্রিয়া দিয়েছেন।

একনজরে আইপিএলে রাসেলের পারফর্ম্যান্স

একনজরে আইপিএলে রাসেলের পারফর্ম্যান্স

আইপিএলের ইতিহাসে আন্দ্রে রাসেল এখনও পর্যন্ত ৬৪টি ম্যাচ খেলে ১৪০০ রান ও ৫৫টি উইকেট নিয়েছেন। সর্বোচ্চ সংগ্রহ ৮৮ নটআউট ও সেরা বোলিং ২০ রান ৪ উইকেট।

করোনা সুরক্ষা ভেঙে হোটেলের ঘরে মহিলা ঢোকানোর অপরাধে দল থেকে বাদ পড়লেন ফুটবলারকরোনা সুরক্ষা ভেঙে হোটেলের ঘরে মহিলা ঢোকানোর অপরাধে দল থেকে বাদ পড়লেন ফুটবলার

English summary
IPL 2020:KKR all-rounder Siddhesh Lad said, I wouldn’t want to bowl to Andre Russell even in nets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X