For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮, তিনবারের চ্য়াম্পিয়নদেরও উড়িয়ে অপরাজিত থাকল হরমনপ্রিত-বাহিনী

মহিলা টি ২০ বিশ্বকাপের ভারত বনাম অস্ট্রেলিয়া মহিলা টি২০ বিশ্বকাপের ম্যাচের প্রতিবেদন।

  • |
Google Oneindia Bengali News

দুরন্ত বোলিং পারফরম্য়ান্স ভারতীয় মহিলা দলের। যার দৌলতে ভারতের ১৬৭ রানের জবাবে ১১৯ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। ফলে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে গ্রুপ বি-তে অপরাজিত থেকে নকআউট পর্যায়ে গেল ভারতের মহিলা দল। প্লেয়ার অব দ্য ম্য়াচ হলেন ৫৫ বলে ৮৩ রান করা স্মৃতি মান্ধানা।

মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮, অপরাজিত থাকল হরমনপ্রিত-বাহিনী

অস্ট্রেলিযা হারলেও এদিন তাঁদের হয়ে ব্যাট করতে পারেননি এই টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকা ওপেনিং ব্য়াটার আলিসা হিলি। ভারতীয় ইনিংসে একেবারে শেষের দিকে একটি বলে তিনি মাথায় আঘাত পান। কনকাশন হওয়ায় এদিন আর ব্য়াট করতে নামতে পারেননি।

পরিবর্তে বেথ মুনির সঙ্গে ওপেন করতে এসেছিলেন এলিস ভিলানি। কিন্তু অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্য়াটিং লাইনআপকে একেবারে চুপ করিয়ে দেন ভারতীয় বোলাররা। একমাত্র এলিস পেরি ছাড়া অস্ট্রেলিয়ার কোনও ব্যাটারই ভারতের বোলিং আক্রমণের জবাব দিতে পারেননি। তিনি শেষ পর্যন্ত ৩৯ রানে অপরাজিত থাকেন।

দীপ্তি শর্মা, রাধা যাদব, পুনম যাদব তিন জনই ২ উইকেট করে নেন। ৩ উইকেট নেন ইনুজা পাতিল। একমাত্র অরুন্ধতি রেড্ডি ও অধিনায়িকা হরমনপ্রিত ছাড়া বাকিরা প্রত্যেকেই কৃপণ বোলিং-এ করেছেন। সেরা ছইলেন রাধা যাদব। ৪ ওভারে তিনি মাত্র ১৩ রান দিয়েছেন। নিজের বলেই অনেকটা পিছনে দৌড়ে ডাইভ দিয়ে দুরন্ত ক্যাচে ফেরান ডেলিসা কিমিন্সকে।

তার আগে একটি দুরন্ত ইনিংস খেলেন ভারতের এক নম্বর ব্য়াটিং তারকা স্মৃতি মান্ধানা। মহিলা টি২০ বিশ্বকাপে এতদিন শুরুটা ভাল করেও বড় রান পাচ্ছিলেন না তিনি। এদিন তিনি ফর্মে ফিরলেন একেবারে ৯টি চার ও ৩টি ছয়ের দুরন্ত ইনিংস খেলে। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়িকা হরনপ্রিতও। ৩টি চার ও ৩টি ছয় মেরে ক্রমশ ভয়ঙ্কর মূর্তি ধারণ করার মুখেই অবশ্য তিনি আউট হযে যান।

তবে এই দুজন ছাড়া আর একজন ভারতীয় ব্যাটসম্য়ানও এদিন ২ অঙ্কের রানে পৌঁছতে পারেননি। সেমিফাইনালের আগে স্মৃতির রানে ফেরাটা যেমন হরমনপ্রিতের কাছে স্বস্তির, বাকি দলের ব্য়াটিং ফর্ম কিন্তু তাঁকে চিন্তায় রাখবে।

আগের দুই ম্যাচে অর্ধশতরান করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়িকা তথা এই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মিতালি রাজ। কিন্তু তাঁর অতি মন্থর ব্যাটিং-এ দলের বাকিদের উপর চাপ পড়ছে বলে দলের অন্দরে ক্ষোভ রয়েছে বলে শোনা গিয়েছিল।

এদিন তাঁকে বাদ দিয়েই নেমেছিল ভারত। কিন্তু এদিন দলের ব্যাটিং-এর যে ছিত্র দেখা গেল তাতে পরের ম্যাচেই হয়ত তাঁকে দলে ফেরাতে হবে।

ব্য়াটিং-এর সঙ্গে সঙ্গে অজি বোলারদের মধ্যে এদিন সেরা পারফর্ম করেন এলিস পেরি। ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে ৩ উইকেট দখল করেন তিনি। এছাড়া গার্ডনার ও কিমিনসে ২টি করে উইকেট পান। মেগান স্কাট-ও ১ উইকেট পান।

English summary
The report of the India woman vs Australia woman match of Women's World T20 2018. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X