For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অলিম্পিকের আগে বড় ধাক্কা, ডোপিং-র দায়ে নিষিদ্ধ দেশের ৫ ক্রীড়াবিদ

অলিম্পিকের আগে বড় ধাক্কা, ডোপিং-র দায়ে নিষিদ্ধ দেশের ৫ ক্রীড়াবিদ

  • |
Google Oneindia Bengali News

২০২০ টোকিও অলিম্পিক শুরুর ঠিক সাত মাস আগে ডোপিং-র দায়ে শ্যুটার রবি কুমার সহ ভারতের পাঁচ ক্রীড়াবিদকে নিষিদ্ধ ঘোষণা করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। অর্থাৎ অলিম্পিকে তাঁদের অংশ নেওয়ার স্বপ্ন কার্যত শেষ। দেশের আরও বেশ কয়েকজন ক্রীড়াবিদ সন্দেহের তালিকায় আছেন বলে জানানো হয়েছে।

অলিম্পিকের আগে বড় ধাক্কা, ডোপিং-র দায়ে নিষিদ্ধ দেশের ৫ ক্রীড়াবিদ

সাধারণত শ্যুটারদের বিরুদ্ধে ডোপিং-র অভিযোগ ওঠার দৃষ্টান্ত বিরল। সেক্ষেত্রে ২৯ বছরের শ্যুটার রবি কুমারকে ব্যতিক্রম বলা যেতে পারে। উল্লেখ্য গত বছর গুয়াডালাজারা বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে ব্রোঞ্জ জেতেন রবি কুমার। নাডা সূত্রে খবর, দিল্লিতে কুমার সুরেন্দ্র সিং মেমোরিয়াল মিট চলার সময় ভারতীয় শ্যুটারের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় প্রমাণিত হয়, নিষিদ্ধ প্রোপানোলোল নিয়েছেন রবি। রবি এই ওষুধ নেওয়ার ব্যাপারে যে কারণ দর্শীয়েছেন, তা নাডা ও দেশের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি।

অন্যদিকে ২০১৭-র এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপোজয়ী তথা ২০১৬-র বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছনো ভারতীয় বক্সার সুমিত সাঙ্গোয়ানের শরীরে নিষিদ্ধ লিংগানড্রোলের লেশ পাওয়া গিয়েছে বলে নাডা সূত্রে খবর। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সুমিত। বি স্যাম্পেল টেস্টের জন্য তিনি নাডা-র কাছে আবেদন জানিয়েছেন। তবে তাঁকেও কার্যত যে নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে, তা প্রায় নিশ্চিত।

২০১৭-র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রূপো জয়ী মহিলা ভারোত্তোলক সীমাকে ডোপিং-র অভিযোগে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ২০১৬-র জুনিয়র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী মহিলা ভারোত্তোলক পূর্ণিমা পাণ্ডের ওপর নিষেধাজ্ঞা চার বছরের পরিবর্তে দুই বছরে নামিয়ে আনা হয়েছে। ৯১ কেজি বিভাগের ভারতীয় ভারোত্তোলক মুকুল শর্মাকে ডোপিং-র অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে নাডা।

English summary
5 Indian sports persons banned for doping
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X