For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হকি বিশ্বকাপ ২০১৮, ভারত বনাম দঃ আফ্রিকা: প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ, কিন্তু ইতিহাস বলছে অন্য কথা

হকি বিশ্বকাপ ২০১৮-এর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের প্রিভিউ। এছাড়া, জেনে নিন কখন এবং কোথায় দেখা যাবে এই খেলা।

  • |
Google Oneindia Bengali News

এ আর রহমানের সুরের মুর্চ্ছনা, কিং খানের 'চকদে ইন্ডিয়া'র পুনর্নির্মাণ ও মাধুরী দিক্ষিতের 'পৃথিবী' থিমের পারফরম্যান্স - মঙ্গলবার সন্ধ্যায় আলোয় আলোকিত মায়াপুরী ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অতুলনীয় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে ১৪তম হকি বিশ্বকাপ।

হকি বিশ্বকাপ ২০১৮, প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ

আনন্দ অনুষ্ঠান শেষ। বুধবার (২৮ নভেম্বর) থেকে গ্রুপ সি-এর চারটি দলের খেলা দিয়ে শুরু হচ্ছে আসলি মোকাবিলা। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম ও কানাডা, আর দ্বিতীয় ম্য়াচেই নামছে ঘরের দল ভারত। তাদের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

হকি বিশ্বকাপ ২০১৮, ভারত বনাম দঃ আফ্রিকা: প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ, কিন্তু ইতিহাস বলছে অন্য কথা

ভারতীয় দলের খবর

তারুণ্য ও অভিজ্ঞতার চমৎকার মিশেলে গড়া হয়েছে এইবারের বিশ্বকাপের ভারতীয় দল। বর্তমানে হকি বিশঅব ক্রমতালিকায় ভারত পয়েছে ৫ নম্বরে। এছাড়া চলতি বছরের এশিয়াডে সোনা হারানোর গ্লানি ভারত ভুলে গিয়েছে এশিয়ান হকি চ্য়াম্পিয়নশিপে পাকিস্তানের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয়ে। নয়া কোচ হরেন্দ্র সিং-এর আমলে ভারতীয় দল সাম্প্রতিককালে অনেকটাই উন্নতি করেছে। এর সঙ্গে থাকবে কলিঙ্গ স্টেডিয়ামে ঠাসা গ্যালারির সমর্থন।

হকি বিশ্বকাপ ২০১৮, ভারত বনাম দঃ আফ্রিকা: প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ, কিন্তু ইতিহাস বলছে অন্য কথা

দক্ষিণ আফ্রিকা দলের খবর

খাতায় কলমে ভারতের থেকে অনেক পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। বিশ্ব ক্রমতালিকায় তাদের বর্তমান স্থান ১৫। হকি বিশ্বকাপের ইতিহাসেও তাদের বলার মতো কোনও রেকর্ড নেই। গত বিশ্বকাপে তারা ১১তম স্থানে শেষ করেছিল। সেরা পারফরম্য়ান্স বলতে ১৯৯৪ ও ২০১০ সালে দশম স্থান অধিকার করা।

হকি বিশ্বকাপ ২০১৮, ভারত বনাম দঃ আফ্রিকা: প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ, কিন্তু ইতিহাস বলছে অন্য কথা

দুই দলের ইতিহাস

ধারে ভারে ভারতের হকি দলের থেকে দক্ষিণ আফ্রিকা অনেকটাই পিছিয়ে থাকলেও তাদের বিরুদ্ধে ভারতের অতীত রেকর্ড কিন্তু খুব একটা ভাল নয়। বিশ্বকাপে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবারই ম্যাচ ছিল অমিমাংসিত - ১৯৯৪ সিডনি-তে ২-২, ২০০৬ মনচেঙ্গলাদবাখ-এ ১-১ এবং ২০১০ দিল্লি বিশ্বকাপে ৩-৩। আর ২০১২ লন্ডন অলিম্পিকে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ২-৩ ফলে হেরে সবার নিচে শেষ করেছিল ভারতীয় দল।

হকি বিশ্বকাপ ২০১৮, ভারত বনাম দঃ আফ্রিকা: প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ, কিন্তু ইতিহাস বলছে অন্য কথা

কখন কোথায় দেখবেন?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, হকি বিশ্বকাপ ২০১৮
স্থান: কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর, ভারত
তারিখ: ২৮ নভেম্বর ২০১৮
সময়: সন্ধ্যা ৭:00 টায়
সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস, স্টার স্পোর্টস এইচডি
লাইভ স্ট্রিম: হটস্টার

English summary
Preview of the match between India and South Africa of Hockey World Cup 2018. Also, find out when and where the math can be seen.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X