For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রহমানের সুরে আকাশে নেচে উঠল আলো! 'পিকচার পারফেক্ট' মায়াপুরী মাতল কিং খান-মাধুরীতে

হকি বিশ্বকাপ ২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানের কিছু ছবির মতো মুহূর্ত।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার (২৭ নভেম্বর), সূর্যদেব পাটে যেতেই ষেন এক মায়া জগত নেমে এল শতাব্দী-প্রাচীন শহর ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। আলোয় ঝলমলে নয়া চেহারার স্টেডিয়াম দেখে তখন মুগ্ধতা ঝড়ে পড়ছে বিদেশী অভ্যাগতদের মুখেও।

আর এই মায়া জগতে কিছুক্ষণ পরেই নেমে এলেন বলিউডের দুই মায়াবি মানুষ - কিং খান ও মাধুরী দিক্ষিত। দর্শক-ঠাসা কলিঙ্গ স্টেডিয়ামের গ্যালারিতে উফন্মাদনা যেন ধরে রাখতে পারছিলেন না ভুবনেশ্বরের দর্শকরা। দেখে নেওয়া যাক সেই আলো ঝলমলে, জমকে পরিপূর্ণ অনুষ্ঠানের কিছু ঝলক।

রইসের শ্যুটিংয়ে

রইসের শ্যুটিংয়ে

রইসের শ্যুটিংয়ে সময়ে তোলা শাহরুখের ছবি।

'পিকচার পারফেক্ট'

রাতের অন্ধকারে আলো ঝলমলে কলিঙ্গ স্টেডিয়াম হয়ে উঠেছিল এক মায়াপুরী। হকি বিশ্বকাপের উদ্বোধনের জন্য একেবারে 'পিকচার পারফেক্ট'।

শ্যুটিং স্পটে

শ্যুটিং স্পটে

কোনও একটি দৃশ্য শ্যুট করার আগে তা বুঝে নিচ্ছেন বলিউড বাদশা।

কড়া নিরাপত্তা

এরকম একটি গ্বোবাল ইভেন্টে নিরাপত্তার কড়াকড়ি থাকাটাই স্বাভাবিক। কলিঙ্গ স্টেডিয়াম চত্ত্বরেই তৈরি হয়েছে নিরাপত্তা কেন্দ্র। সেখানে মনিটরে ৭দিন ২৪ ঘন্টা নজর রাখছেন নিরাপত্তা কর্মীরা। আছে স্নিফার ডগরাও।

সিক্স প্যাক অ্যাবস

সিক্স প্যাক অ্যাবস

সবার প্রথমে এই ছবিটিই প্রকাশিত হয়েছিল। এখানেও সিক্স প্যাক অ্যাবস তৈরি করে ফেলেছেন কিং খান।

আলোর নাচ

উদ্বোধনী অনুষ্ঠান শুরুতেই 'মিউজিক মায়েস্ত্রো' এ আর রহমান বিশ্বকাপের থিম সং পরিবেশন করেন। সেই সময় আকাশে গানের তালে তালে নেচে উঠেছে আলো। আসলে ড্রোনের মাধ্যমে তৈরি করা হয়েছিল ওই আলোর নাচ।

রইসের পোস্টার

রইসের পোস্টার

রইসের পোস্টারেও "বনিয়ে কা দিমাগ, মিঁঞ্য়াভাই কি ডার্লিং", এই ডায়লগটি লেখা রয়েছে।

অলির সঙ্গে

এবারের হকি বিশ্বকাপের ম্যাসকট একটি কচ্ছপ। তার নাম অলি। ইতিমধ্যেই শিশুদের মন জয় করে নিয়েছে অলি। এদিন স্কুল ছুটি থাকায় অনেক শিশুই এসেছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। ফ্যান ভিলেজে অলির সঙ্গে ছবিও তোলে তারা।

শাহরুখের স্কেচ

শাহরুখের স্কেচ

রইসে শাহরুখের এই স্কেচটিও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে।

বাদশার প্রবেশ

কলিঙ্গ সেনার কালি ছেটানোর হুমকিতে শেষ পর্যন্ত কিং শাহরুখ খানের পারফরম্ করা নিয়ে প্রশ্ন ছিল। শেষে হকি ফেডারেশনের মধ্যস্থতায় সব মেঘ কেটে যায়। রাজকীয় ভঙ্গিতেই এদিন স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি। আর এসেই জয় করে ফেলেন সেই মায়া জগত।

মাহিরা খান

মাহিরা খান

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানেরও বলিউড অভিষেক হতে চলেছে এই সিনেমা দিয়ে।

আতশবাজি

কলিঙ্গ স্টেডিয়ামে আতশাজির রোশনাই জানান দিল ১৪তম হকি বিশ্বকাপের সুচনার।

ঈদে লড়াই

ঈদে লড়াই

আগামী ঈদে সলমন খানে ও শাহরুখ খানের সিনেমা একসঙ্গে মুক্তি পাবে বক্স অফিসে।

মঞ্চে মাধুরী

কিং খানের মায়া রেশ মিটতে না মিটতেই ভুবন-ভোলানো হাসি নিয়ে মঞ্চে উপস্থিত মাধুরী দিক্ষিত। এদিন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তাঁর পারফরম্যান্সের থিম ছিল পৃথিবী।

নওয়াজউদ্দিন সিদ্দিকি

নওয়াজউদ্দিন সিদ্দিকি

বজরঙ্গী ভাইজানে ছোট্ট চরিত্রেও কামাল করেছেন নওয়াজ। রইসেও তেমন কিছুই করবেন বলে আশা করা হচ্ছে।

কাল থেকে

কাল থেকে

এদিন আনন্দ অনুষ্ঠানে দিনটা কাটলেও আগামী কাল থেকই শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপের জমজমাট লড়াই। ১৬টি দেশ রোমাঞ্চকর মোকাবিলা, একটি ট্রফির জন্য।

English summary
Here are all you need to know about India and its opponents before the beginning of Hockey World Cup 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X