For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জল পাইনি, আমি মারাও যেতে পারতাম',ক্ষুব্ধ ভারতীয় অ্যাথলিট ওপি জয়শা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২২ আগস্ট : রিও অলিম্পিক থেকে ফিরে এবার ক্ষোভে ফেটে পড়লেন মহিলা ম্যারাথনে ভারতীয় অ্যাথলিট ওপি জয়শা। অভিযোগ তুললেন দৌড়ের মাঝে জল না পাওয়ার। অভিযোগ রিও আয়োজকদের বিরুদ্ধে। আর সে কারণে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারত বলে দাবি করেছেন এই খেলোয়াড়।

২ ঘন্টা ৪৭ মিনিট ১৯ সেকেন্ডে ম্যারাথন শেষ করা জয়শার কথায়, "ওখানে খুব গরম ছিল। সকাল ৯ টার সময় দৌড়ের ইভেন্ট ছিল। ওই দুরন্ত গরমে আমাকে দৌড়তে হয়েছিল। দৌড়ের মাঝে আমাদের জন্য কোনও জল ছিল না, না ছিল কোনও এনার্জি ড্রিঙ্ক না খাবার। ৮ কিলোমিটার অন্তর গিয়ে একটু করে জল পেয়েছি। যা কোনওভাবেই আমাদের সাহায্য করেনি।"

'জল পাইনি, আমি মারাও যেতে পারতাম',ক্ষুব্ধ ভারতীয় অ্যাথলিট ওপি জয়সা

জয়শার দাবি, "প্রত্যেক দেশের জন্য ২ কিলোমিটার অন্তর স্টল ছিল। কিন্তু আমাদের দেশের স্টলে না জল ছিল না খাবার।"

ম্যারাথনের দৌড় শেষ করেই ফিনিশিং লাইনে এসে অজ্ঞান হয়ে পড়ে যান জয়সা। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।

জয়শা বলেন, "নিয়ম অনুযায়ী আমাদের টেকনিক্যাল টিমই আমাদের জল দেবে। আমরা অন্য দলের থেকে জল বা খাবার নিতে পারি না। আমি ভারতের বোর্ড দেখতে পাচ্ছিলাম। কিন্তু সেখানে কিছুই রাখা ছিল না। আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি ভেবে ভেবেছিলাম আমি মারা যাব।"

English summary
I could have died at Rio Olympics, says Indian runner OP Jaisha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X