For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোপ বিতর্কে অলিম্পিকে সোনার পদক খোয়াতে চলেছেন উসেইন বোল্ট

জামাইকান কিংবদন্তি অ্যাথলিট উসেইন বোল্ট ডোপ বিতর্কের জেরে অলিম্পিকে জেতা সোনার পদক খোয়াতে চলেছেন। তবে ডোপ তিনি নয়, করেছেন তাঁর দলের সতীর্থ। আর তার জেরেই ১টি সোনার পদক হারাবেন বোল্ট।

  • |
Google Oneindia Bengali News

জামাইকা, ২৫ জানুয়ারি : জামাইকান কিংবদন্তি অ্যাথলিট উসেইন বোল্ট ডোপ বিতর্কের জেরে অলিম্পিকে জেতা সোনার পদক খোয়াতে চলেছেন। তবে ডোপ তিনি নয়, করেছেন তাঁর দলের সতীর্থ। আর তার জেরেই মোট ৯টি অলিম্পিক সোনার পদকের মধ্যে ১টি হারাবেন বোল্ট।

জানা গিয়েছে, ২০০৮ সালের বেজিং অলিম্পিকের সময়ে বোল্টের দলের সতীর্থ নেস্টা কার্টার ডোপ করেছিলেন। তার ডোপ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তিনি রিলে রেসে বোল্টের সতীর্থ ছিলেন।

ডোপ বিতর্কে অলিম্পিকে সোনার পদক খোয়াতে চলেছেন উসেইন বোল্ট

বেজিং অলিম্পিকে ৪০০ মিটার রিলে দৌড়ে সোনা জেতেন উসেইন বোল্ট। সেই ম্যাচেই বোল্টের আর এক সতীর্থের নাম ছিল নেস্টা কার্টার।

সংবাদসংস্থা বিবিসি জানিয়েছে, জামাইকান দলের সদস্য কার্টার সহ মোট ৪৫৪ জনের ডোপ টেস্ট করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। গতবছর করা সেই টেস্টের রিপোর্টই পজিটিভ এসেছে। এর জেরেই বোল্ট সোনার পদক খোয়াতে চলেছেন।

জানা গিয়েছে, সেই ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ত্রিনিদাদ ও টোবাগো এর ফলে সোনা ও জাপান রুপো পাবে। আর চতুর্থ স্থানে শেষ করা ব্রাজিলকে ব্রোঞ্জ পদক দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৬ রিও অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার বিভাগে সোনা জিতে পরপর তিনটি অলিম্পিক মিলিয়ে মোট ৯টি সোনা জেতেন বোল্ট। তবে এবার তার মধ্যে একটা খোয়াতে চলেছেন তিনি।

English summary
No 'Triple Treble': Usain Bolt loses one of his 9 Olympic gold medals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X