For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্যে ভারত, ঘোষিত ১৮ জনের হকি দল

১৮তম এশিয়ান গেমসের জন্য ভারতের হকি দল ঘোষিত হল। খেলা হবে জাকার্তায় ১৮ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে। দলের অধিনায়ক বাছা হয়েছে পিআর রাজেশকে।

  • |
Google Oneindia Bengali News

১৮তম এশিয়ান গেমসের জন্য ভারতের হকি দল ঘোষিত হল। খেলা হবে জাকার্তায় ১৮ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে। দলের অধিনায়ক বাছা হয়েছে পিআর রাজেশকে। দলে কামব্যাক করেছেন রুপিন্দর সিং, আকাশদীপ সিংরা। দল থেকে বাদ দেওয়া হয়েছে ডিফেন্ডার জরমনপ্রীত সিংকে।

এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্যে ভারত, ঘোষিত ১৮ জনের হকি দল

সদ্য ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলা সর্দার সিংকে দলে রাখা হয়েছে। এছাড়া হাঁটুর চোটের কারণে ছিটকে গিয়েছেন রমনদীপ সিং।

২০১৮ এশিয়ান গেমসে সোনা জয়ই ভারতের লক্ষ্য। সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোচ হরেন্দ্র সিং। যাতে ২০২০ টোকিও অলিম্পিকের জন্য সরাসরি কোয়ালিফাই করে ভারত।

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে। তার আগে পাকিস্তান, আর্জেন্তিনার বিরুদ্ধে ভারত জেতে। এছাড়া বেলজিয়াম ও নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ ড্র করে।

দেখে নেওয়া যাক ১৮ জনের স্কোয়াড

পিআর শ্রীজেশ (অধিনায়ক), কৃষ্ণণ বি পাঠক, হরমনপ্রীত সিং, বরুণ কুমার, বীরেন্দ্র লকরা, সুরেন্দ্র কুমার, রুপিন্দর পাল সিং, অমিত রোহিদাস, মনপ্রীত সিং, চিঙ্গলেনসানা সিং কাঞ্জুগম, সিমরনজিত সিং, সর্দার সিং, বিবেক সাগর প্রসাদ, এসভি সুনীল, মনদীপ সিং, আকাশদীপ সিং, ললিত কুমার উপাধ্যায়, দিলপ্রীত সিং।

English summary
India's 18-member hockey squad announced; PR Sreejesh captain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X