For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বপ্নাকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর! সরকারি চাকরি ও ১০ লক্ষ টাকা পুরস্কারের আশ্বাস

রাজ্য সরকারের তরফে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী স্বপ্না বর্মনকে সরকারি চাকরি দেওয়া হবে। দেওয়া হবে দশলক্ষ টাকাও। বৃহস্পতিবার জলপাইগুড়িতে স্বপ্না বর্মনের বাড়িতে গিয়ে এমনটাই জানিয়েছেন, পর্যটনমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

রাজ্য সরকারের তরফে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী স্বপ্না বর্মনকে সরকারি চাকরি দেওয়া হবে। দেওয়া হবে দশলক্ষ টাকাও। বৃহস্পতিবার জলপাইগুড়িতে স্বপ্না বর্মনের বাড়িতে গিয়ে এমনটাই জানিয়েছেন, পর্যটনমন্ত্রী গৌতম দেব। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীও।

স্বপ্নাকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর! সরকারি চাকরি ও ১০ লক্ষ টাকা পুরস্কারের আশ্বাস

বুধবার ঘরের মেয়ে স্থান করে নিয়েছে ইতিহাসের পাতায়। ভারতের প্রথম মহিলা হিসেবে এশিয়ান গেমসে হেপ্টাথেলনে স্বর্ণপদক জয় করেছেন স্বপ্না বর্মন। বুধবার সাড়া পাড়ার চোখ ছিল টিভি সেটের দিকে। আর নিজের বাড়িতে হাজির হয়েছিলেন পাড়া প্রতিবেশীদের অনেকেই। ছোট্ট টিন দিয়ে ঘেরা ঘরে সবাইকে বসতে দিতে পারেননি স্বপ্নার মা। তবে খুশি স্বপ্নার মা বাসনা বর্মণ জানিয়েছিলেন ছোট থেকেই স্বপ্না ছিল খুব জেদি।

বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই বাড়িতেই হাজির রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। গৌতম দেব গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেন স্বপ্নার মা বাসনা বর্মণকে। মুখ্যমন্ত্রী ফোনে স্বপ্নার মাকে অভিনন্দন জানান। একইসঙ্গে ১০ লক্ষ টাকা এবং সরকারি চাকরি দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একাধিক মন্ত্রী বাড়িতে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বলে জানা গিয়েছে।

২০১৩ সালে মুখ্যমন্ত্রীর হাত থেকেই স্বপ্না বঙ্গরত্ন নিয়েছিলেন। এদিন গৌতম দেবের সঙ্গে স্বপ্নার বাড়িতে গিয়েছিলেন তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Heartiest congratulations to <a href="https://twitter.com/Swapna_Barman96?ref_src=twsrc%5Etfw">@Swapna_Barman96</a> our heptathlon queen from India and Bangla, on winning the gold at the Asian Games. You have made us very proud</p>— Mamata Banerjee (@MamataOfficial) <a href="https://twitter.com/MamataOfficial/status/1034805368621170688?ref_src=twsrc%5Etfw">August 29, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
Mamata Banerjee congratulates Swapna Barman for winning gold at Asian Games
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X