For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদ্মভূষণ সম্মান পাওয়া অনুপ্রেরণা দেবে, বললেন পি ভি সিন্ধু

পদ্ম সম্মানে সম্মানিত পি ভি সিন্ধু। ভারতীয় ক্রীড়াজগতে তাঁর অবদানের জন্য এবছর পদ্মভূষণ সম্মান পেতে চলেছেন পুসারলা। ২০১৯ এর অগাস্টে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবারের জন্য সোনা জেতেন।

  • |
Google Oneindia Bengali News

পদ্ম সম্মানে সম্মানিত পি ভি সিন্ধু। ভারতীয় ক্রীড়াজগতে তাঁর অবদানের জন্য এবছর পদ্মভূষণ সম্মান পেতে চলেছেন পুসারলা। ২০১৯ এর অগাস্টে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবারের জন্য সোনা জেতেন। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় পাঁচটি পদক জয়, রিও অলিম্পকে রুপো জিতেছেন সিন্ধু। ব্যাডমিন্টনে দেশের হয়ে এমন সাফল্য়ের পর দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ সম্মান পেতে চলেছেন পি ভি। এই সম্মান পাওয়ার ঘোষণার পর প্রতিক্রিয়ায় সিন্ধু জানিয়েছেন, 'এই সম্মান প্রাপ্তি খেলার ক্ষেত্রে আমাকে আরও অনুপ্রেরণা দেবে।'

পদ্মভূষণ সম্মান পাওয়া অনুপ্রেরণা দেবে, বললেন পি ভি সিন্ধু

উল্লেখ্য ২০২০ সালে জুলাইয়ে টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে পদকজয়ের আশা দেখাচ্ছেন সিন্ধু। শেষবার ফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে হেরে সোনা হাতছাড়া করেছিলেন পি ভি।

পদ্মভূষণ সম্মান প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষিত হওয়ার পর সিন্ধু আরও জানান,'এই অ্যাওয়ার্ড পাওয়ার পর প্রত্যাশা, চাপ আরও বাড়বে। সেই সঙ্গে এই সম্মান বাড়তি মোটিভেশন। দেশের ক্রীড়মন্ত্রক, ভারতীয় ব্য়াডিমিন্টন অ্যাসোসিয়েশন , স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও অন্ধ্রপ্রদেশ - তেলেঙ্গানার সরকারকে সবসময় পাশা থাকার জন্য ধন্যবাদ জানাই।'

প্রসঙ্গত পি ভি সিন্ধুর পদ্মভূষণে জয়ের পাশাপাশি ভারতীয় মহিলা বক্সিংয়ের কিংবদন্তি মেরি কম দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ পেতে চলেছেন। পদ্ম অ্যাওয়ার্ড পাচ্ছেন মহিলা হকি দলের অধিনায়িকা রানি রামপাল।

English summary
PV Sindhu says its a great encouragement after Padma Bhushan recognition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X