For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ চারে পৌঁছলেন সাইনা নেহওয়াল, ছিটকে গেলেন তাঁর 'মিক্সড ডাবলস পার্টনার'

সমীর ভার্মা এবং সাইনা নেহওয়াল সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ট্যুর সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছেন।

  • |
Google Oneindia Bengali News

ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন সমীর ভার্মা এবং তিনবারের প্রাক্তন চ্যাম্পিয়ন সাইনা নেহওয়াল দুজনেই সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ট্যুর সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-এর শেষ চারে পৌঁছেছেন। তবে শেষ চারের আগেই ছিটকে গিয়েছেন আরেক ভারতীয় ব্য়াডমিন্টন তারকা পারুপল্লি কাশ্যপ।

শেষ চারে পৌঁছলেন সমীর ভার্মা ও সাইনা নেহওয়াল

এই বছর এই টুর্নামেন্টে পিভি সিন্ধু ও কিদম্বি শ্রীকান্ত না থাকায় ভারতের সেরা বাজি ছিলেন সাইনা এবং কাশ্য়প। ডিসেম্বরেই সাইনার সঙ্গে বিয়ে হওয়ার কথা পারুপল্লি কাশ্যপের। তাঁকে এখন অনেকেই মজা করে সাইনার 'মিক্সড ডাবলস পার্টনার' বলে ডাকছেন। এর আগে এই টুর্নামেন্টে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিলেন কাশ্য়প। কিন্তু এইবার তাঁর ভবিষ্যত জীবনসঙ্গী সেমিতে পৌঁছলেও, তিনি ব্যর্থ হলেন। বি সাই প্রণীত ও সাই উত্তেজিতা রাও চুক্কাও শেষ চারে পৌঁছতে পারেননি।

কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সমীর ভার্মা, চিনের ঝাউ জেকিকে ২১-১৮, ১৬-২১, ২১-১১ গেমে হারান। শেষ চারে তাঁর প্রতিপক্ষ ইন্দোনেশিয় শাটলার চিকো আউরা দি ওয়ারদোয়ো।

শেষ চারে পৌঁছনোর পথে সাইনা স্ট্রেট গেমে হারান প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন ঋতুপর্না দাসকে। ম্যাচের ফল সাইনার পক্ষে ২১-১৯, ২১-১৪। শেষ চারে তাঁকে মোকাবিলা করতে হবে ইন্দোনেশিয় রুসেলি হারতাওয়ান-এর।

কাশ্য়প ও প্রণীত দুজনেই হেরেছেন টুর্নামেন্টের দুই বাছাই খেলোয়াড়ের বিরুদ্ধে। অষ্টম বাছাই থাই খেলোয়াড় সিত্থিকম থাম্মাসিন-এর বিরুদ্ধে কাশ্য়প ২১-১৬, ২১-১৯ - স্টের্ট গেমে পরাজিত হন। ষষ্ঠ বাছাই চিনা শাটলার লু গুয়াংজুর বিরুদ্ধে প্রণীতকে হারতে হয় ২১-১০, ১৯-২১, ২১-১৪ ফলে। সাই উত্তেজিতা চুক্কার লড়াইটা ছিল প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন চিনা খেলোয়াড় লি ঝুয়েরুইয়ের বিরুদ্ধে। ২১-৯, ১৯-২১, ২১-১২ ফলে হারতে হয় তাঁকে।

পুরুষদের ডাবলস-এ সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠীর জুটি সেমিফাইনালে উঠেছেন চিনা জুটি ওউ ঝুয়ান্যি ও রেন ঝিয়াংইউ-কে ১৫-২১, ২১-১৯, ২১-১৭ ফলে হারিয়ে। মহিলাদের ডাবলস-এর সেমিতেও জায়গা করে নিয়েছেন ভারতীয় জুটি অশ্বিনী পোন্নাপ্পা ও এন সিক্কি রেড্ডি জুটি। ইন্দোনেশিয় জুটি তানিয়া অক্তাভিয়ানি কুসুমা ও ভানিয়া আরিয়ান্তি সুকোকো-কে ১৯-২১, ২১-৮, ২১-১৮ ফলে হারান তাঁরা। মিক্স ডাবলস কোয়ার্টারফাইনালেও সাত্ত্বিকসাইরাজ ও অশ্বিনী পোনাপ্পার জুটি রোনাল্ড ও আনিসা সাউফিকা জুটিকে ২০-২২, ২১-১৭, ২১-১১ ফলে হারিয়ে দিয়েছেন।

English summary
Sameer Verma and Saina Nehwal have reached the semifinals at the Syed Modi International World Tour Super 300 badminton tournament.
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X