For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ খুলে চুক্তি ভেঙেছেন! করুণ নায়ার ও মুরলি বিজয়ের উপর ক্ষুব্ধ বিসিসিআই

জাতীয় নির্বাচক কমিটির বিরুদ্ধে মুখ খোলার জন্য বিসিসিআই করুণ নায়ার ও মুরলি বিজয়ের কাছ থেকে ব্যাখ্যা চাইতে পারে।

Google Oneindia Bengali News

এমএসকে প্রসাদের জাতীয় নির্বাচন কমিটির বিরুদ্ধে মুখ খুলে বিপদে পড়তে পারেন করুণ নায়ার ও মুরলী বিজয়। জানা গিয়েছে তাদের দুজনের উপর খুবই চটেছে বিসিসিআই। তাদের কাছে এই আচরণের ব্যাখ্যাও চাওয়া হতে পারে।

সম্প্রতি, তাঁদের দল থেকে বাদ দেওয়ার পর নির্বাচক কমিটির পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে প্রচার মাধ্যমে অভিযোগ জানিয়েছিলেন নায়ার ও বিজয়। যা অস্বীকার করেন প্রধান নির্বাচক প্রসাদ। কিন্তু, প্রচার মাধ্যমে মুখ খুলে দুই ক্রিকেটারই কেন্দ্রীয় চুক্তির 'ধারা লঙ্ঘন করেছেন'। যা মোটেই ভালভাবে নেয়নি নির্বাচক কমিটি ও বিসিসিআই-এর পদাধিকারীরা।

প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাইয়ের বক্তব্য

প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাইয়ের বক্তব্য

বিসিসিআই-এর প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই কিন্তু দুই ক্রিকেটারের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, 'সব বাজে কথা। নির্বাচক কমিটির পক্ষ থেকে কোনও যোগাযোগের অভাব ঘটেনি। আমাদের নির্বাচক কমিটি স্বাধীনভাবে কাজ করে। ওই ক্রিকেটারদের (নায়ার ও বিজয়) বিবৃতি বিষয়ে সব সিদ্ধান্ত নেওয়ার ভার নির্বাচকদের উপরই ছাড়া হয়েছে।'

বিসিসিআই-এর অবস্থান

বিসিসিআই-এর অবস্থান

বিসিসিআই-এর আধিকারিক সাফ জানিয়েছেন, 'নির্বাচন নীতি নিয়ে মুখ খুলে ঠিক করেননি বিজয় এবং করুণ। তাঁরা কেন্দ্রীয় চুক্তি ভেঙেছেন। সফর শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে সেই সফর নিয়ে কোনও ক্রিকেটার মুখ খুলতে পারেন না। ১১ অক্টোবর হায়দরাবাদে প্রশাসনিক কমিটির একটি মিটিং হবে। সেখানে বিষয়টি তোলা হবে।'

বিজয়ের বক্তব্যে অস্বস্তি বেশি

বিজয়ের বক্তব্যে অস্বস্তি বেশি

জানা গিয়েছে তরুণ ক্রিকেটার করুণ নায়ারের থেকেও সিনিয়র মুরলি বিজয়ের বক্তব্য বেশি অস্বস্তিতে ফেলেছে নির্বাচক কমিটিকে। বিসিসিআই-এর এক আধিকারিক বলেছেন, 'বিজয়কে যদি সব কিছু স্পষ্ট করে না বলা হত, তাহলে ও এসেক্সের হয়ে নিশ্চিন্তে কাউন্টি ক্রিকেট খেলতে পারত না। ও সত্যি কথা বলছে না।'

করুণ নায়ারের বিবৃতি

করুণ নায়ারের বিবৃতি

ইংল্যান্ড সফরে একটি ম্যাচেও প্রথম একাদশে সুযোগ না পেয়েই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ পড়েছেন পর করুণ নায়ার। তারপর তিনি বলেছিলেন, 'না আমাদের (নির্বাচক কমিটির সঙ্গে করুণের) কোনও কথা হয়নি। একটা কথাও না। এটা মেনে নেওয়া কঠিন। তবে, আমিও কাউকে কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু, আমাদের মধ্যে কোনও আলোচনাই হয়নি।'

মুরলি বিজয়ের বক্তব্য

মুরলি বিজয়ের বক্তব্য

করুণ নায়ারের বিবৃতির একদিন পড়েই আসে মুরলি বিজয়ের বক্তব্য। তিনি অভিযোগ করেন, 'ইংল্যান্ডে তৃতীয় টেস্টে বাদ পড়ার পড়ে নির্বাচক কমিটির প্রধান বা কেউ আমার সঙ্গে কোনও কথা বলেননি। টিম ম্য়ানেজমেন্টের এক সদস্য আমায় বাদ পড়ার কথা জানান। ওই অবধিই।'

English summary
BCCI would seek an explanation from Karun Nair and Murali Vijay for speaking against the national selection committee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X