For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডকে হারিয়ে ৬০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু শ্রীলঙ্কার

গলে নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারিয়ে ২ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে বোল্টদের সামনে ২৬৮ রান তাডা় করতে নেমে ঘরের মাঠে শ্রীলঙ্কা ম্যাচ জিতল ৬ উইকেটে।

  • |
Google Oneindia Bengali News

গলে নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারিয়ে ২ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে বোল্টদের সামনে ২৬৮ রান তাডা় করতে নেমে ঘরের মাঠে শ্রীলঙ্কা ম্যাচ জিতল ৬ উইকেটে।

করুণারত্নের শতরানে ম্যাচ জিতল শ্রীলঙ্কা

পঞ্চম দিনে ম্যাচ জিততে লঙ্কানদের প্রয়োজন ছিল ১৩৫ রান। হাতে ছিল ১০ উইকেট।চার উইকেট খুইয়ে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। দলের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ১২২ রান হাঁকিয়ে নায়ক দীমুথ করুণারত্নে। অধিনায়কোচিত ইনিংস খেলে রানের ভিত গড়ে দেন দীমুথ।ইনিংস সাজানো ৬টি চার ও ১টি ছয় দিয়ে। টেস্ট ক্রিকেটে এটি করুণারত্নের নবম সেঞ্চুরি। ওপেনিংয়ে লাহিরু থিরিমানের সঙ্গে ১৬১ রানের পার্টনারশিপ তৈরি করেন। রান তাড়া করতে নেমে যার সুবাদে ম্যাচ নিজেদের দিকে করে নেয় শ্রীলঙ্কা।

করুণারত্নে ছাড়াও ওপেনার থিরিমানে ৬৪ ও ম্যাথিউস ২৮ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতে মাঠ ছাড়েন। নিউজিল্যান্ডের হয়ে বোল্ট, সাউদি, প্যাটেল, উইলিয়াম ১টি করে উইকেট পেলেও প্রতিপক্ষকে চেপে ধরতে ব্যর্থ হয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

এই জয়ের ফলে গলের মাঠে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার নজির গড়ল শ্রীলঙ্কা। অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে প্রথম ম্যাচ থেকে ৬০ পয়েন্ট পেল শ্রীলঙ্কা। এর আগে, অস্ট্রেলিয়া অ্য়াসেজ টেস্টের এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে ২৫১ রানে হারিয়ে ২৪ পয়েন্ট পেয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জিতে এবার ৬০ পয়েন্ট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল শ্রীলঙ্কা।

একনজরে ম্যাচের ফল

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড- ২৪৯/১০
প্রথম ইনিংসে শ্রীলঙ্কা- ২৬৭/১০
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড- ২৮৫/১০
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ২৬৮/৪

English summary
Captain Dimuth Karunaratne's century Leads Sri Lanka to win against New Zealand in 1st Test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X