For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির দূষণ: মাঠে প্রস্তুতির থেকে জিমে গা ঘামাতে হতে পারে রোহিতদের, কিন্তু কেন

দিওয়ালির পর দিল্লিতে হাইভোল্টেজ ম্যাচ। রবিবার অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচেই দূষণ ভ্রুকুটি।

  • |
Google Oneindia Bengali News

দিওয়ালির পর দিল্লিতে হাইভোল্টেজ ম্যাচ। রবিবার অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচেই দূষণ ভ্রুকুটি। দিওয়ালির পর দিল্লি এই মুহূর্তে বায়ু দূষণের কবলে।

এমনিতেই সারা বছর দিল্লিতে বায়ু দূষণের মাত্রা নিয়ে আশঙ্কা থাকে। এবার দিওয়ালির পরপরই ম্যাচ হওয়ায় ম্যাচের দিন দূষণের মাত্রা নিয়ে চিন্তা বাড়ছে। বছর দুই আগে দিল্লিতে দূষণের কারণে মুখে মাস্ক পরে সফরকারী শ্রীলঙ্কা দল ম্যাচ খেলেছিল।

দিল্লির দূষণ: মাঠে প্রস্তুতির থেকে জিমে গা ঘামাতে হতে পারে রোহিতদের, কিন্তু কেন

এবার প্রস্তুতিতেও বাধা হয়ে দাঁড়াতে চলেছে দূষণ। বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছছে ভারতীয় দল। পরিকল্পনা অনুযায়ী এরপর ভারতের দুটি ট্রেনিং সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে। ১ ও ২ নভেম্বর দুপুর ২ থেকে ৫ পর্যন্ত অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় দলের প্রস্তুতি করার কথা রয়েছে। সেই প্রস্তুতি নিয়েই এখন আশঙ্কা।

দিল্লি ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত এক কর্তা জানিয়েছেন, 'দূষণের কারণে আবহাওয়া খারাপ হলে, শুক্র ও শনিবার ভারতের ঐচ্ছিক প্র্যাকটিস রাখা হবে।' ঐ কর্তা আরও বলেছেন, 'টি-টোয়েন্টি ম্যাচটি যেহেতু রাতে। সেকারণে রাতের বেলায় ম্যাচের সময় সমস্যা হওয়ার কথা নয়। তবে ট্রেনিং সেশনে দুদিন আবহাওয়া খারাপ থাকলে দিনের বেলায় প্রস্তুতির সময় সমস্যা বাড়বে। সেক্ষেত্রে মাঠে প্রস্তুতির পরিবর্তে রোহিতদের জিমে গা ঘামাতে হতে পারে।'

English summary
delhi pollution: india may have to skip pratice season for air pollution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X