For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০১-এর টেস্ট সিরিজ জয় বনাম ২০১১ বিশ্বকাপ, কাকে এগিয়ে রাখলেন হরভজন

২০০১-এর টেস্ট সিরিজ জয় বনাম ২০১১ বিশ্বকাপ, কাকে এগিয়ে রাখলেন হরভজন

  • |
Google Oneindia Bengali News

২০০১ সালে দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে ঘোল খাইয়ে ঘরের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। দশ বছর পর দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এই দুই সাফল্যের মধ্যে অনুভূতির দিক থেকে এগিয়ে কোনটি, তা জানালেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

দুই দেশের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ হয়েছিল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া প্রথম টেস্ট জিতেছিল স্টিভ ওয়া নেতৃত্বাধীন দুর্ধর্ষ অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট খেলা হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। ফলো-অনের কবলে পড়েও ম্যাচ জিতে ইতিহাস রচনা করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ম্যাচে ২৮১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ভিভিএস লক্ষ্মণ। প্রথম ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন অফ স্পিনার হরভজন সিং। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হওয়া তৃতীয় টেস্ট জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। একই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বিশ্ব ক্রিকেটে নতুন অধ্যায় রচনা করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। ওই সিরিজে ৩২টি উইকেট নেওয়া হরভজন সিং, এরপর ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে গিয়েছিলেন।

২০১১-র বিশ্বকাপ

২০১১-র বিশ্বকাপ

১৯৮৩ সালে কিংবদন্তি কপিল দেব নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জিতেছিল। ২০ বছর পর অর্থাৎ ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। কিন্তু রিকি পন্টিং নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে। এর ঠিক আট বছর পর কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়ার। ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটেছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ভারতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অফ স্পিনার হরভজন সিং।

২০০১-র অনুভূতি

২০০১-র অনুভূতি

কিংবদন্তি অনিল কুম্বলের অনুপস্থিতিতে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলের স্পিন বিভাগের দায়িত্ব সামলাতে হয়েছিল। ওই সিরিজে ভাজ্জি এমন পারফরম্যান্স করেছিলেন যে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ক্রিকেটার হিসেব ওই সিরিজ সর্বদা তাঁর অনুভূতিতে জীবন্ত থাকবে বলে জানিয়েছেন হরভজন সিং।

২০১১-র অনুভূতি

২০১১-র অনুভূতি

হরভজন সিংয়ের কথায়, শৈশব থেকেই দেশের হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন ছিল তাঁর। ২০১১ সালে স্বপ্ন পূরণের সেই মুহূর্ত তাঁর কাছে স্পেশাল বলে জানিয়েছেন ভাজ্জি। তবে দুই অনুভূতিই তাঁর কাছে সমান বলে জানিয়েছেন টার্বুনেটর।

করোনা পরবর্তী খেলার ভবিষ্যৎ নিয়ে জরুরী বৈঠককরোনা পরবর্তী খেলার ভবিষ্যৎ নিয়ে জরুরী বৈঠক

English summary
Harbhajan Singh gives 2001 test victory same impression as 2011 World Cup win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X