For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের এক শ্রীলঙ্কান অফস্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন! সাসপেন্ড করল আইসিসি

শ্রীলঙ্কার অফ স্পিনার আকিলা ধনঞ্জয়কে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে থেকে সাসপেন্ড করল আইসিসি।

  • |
Google Oneindia Bengali News

আবারও অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেন এক শ্রীলঙ্কান অফস্পিনার। নভেম্বর মাসে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা বনাম ইংল্য়ান্ড টেস্ট সিরিজ প্রথম ম্যাচেই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। সন্দেহ দেখা দিয়েছিল, বল করার সময় তাঁর কনুই আইসিসির গাইড লাইনে নির্ধারিত কোনের থেকে বেশি বাঁকছে।

ফের এক শ্রীলঙ্কান অফস্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন

গত ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে তিনি তাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। তাতে দেখা গিয়েছে বল করার সময় তাঁর কনুই ১৫ ডিগ্রির থেকে বেশি বেঁকে যাচ্ছে। যা আইসিসির নিয়ম বিরুদ্ধ। এরপরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

এক বিবৃতি প্রকাশ করে আইসিসি বলেছে, 'ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্টে দেকা গিয়েছে শ্রীলঙ্কার অফস্পিনার আকিলা ধনঞ্জয়ের বোলিং অ্যাকশনটি বৈধ নয়। তাই জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর বল করা স্থগিত করা হয়েছে।'

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">BREAKING: The bowling action of Sri Lanka spinner Akila Dananjaya has been found to be illegal. He has been suspended from bowling in international cricket with immediate effect.<br><br>MORE ➡️ <a href="https://t.co/Rd6a18a7EP">https://t.co/Rd6a18a7EP</a> <a href="https://t.co/5eWZ9y5K5p">pic.twitter.com/5eWZ9y5K5p</a></p>— ICC (@ICC) <a href="https://twitter.com/ICC/status/1072133723091599360?ref_src=twsrc%5Etfw">December 10, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এই সাসপেনশন সবকটি দেশের ন্যাশনাল ক্রিকেট ফেডারেশনও মানবে বলে জানা গিয়েছে। তবে শ্রীলঙ্কার ক্রিকেট হোর্ড অনুমতি দিলে তিনি দেশের ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারবেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতেই বাংলাদেশের বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। তারপর থেকে এই ২৫ বছরের শ্রীলঙ্কান ত্রিকেটার ৫টি টেস্ট খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে গেলে এখন তাঁকে তাঁর বোলিং অ্যাকশন শোধরাতে হবে। এর আগে শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুথৈাইয়া মুরলিধরণের বোলিং অ্যাকশন নিয়েও বেশ কয়েকবার প্রশ্ন তোলা হয়েছিল। বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে সমান কর্তৃত্ব দেখিয়েছিলেন তিনি। ধনঞ্জয় তা করে দেখাতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

English summary
Sri Lanka off-spinner Akila Dananjaya has been suspended from bowling in international cricket over an illegal action by the ICC. &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X