For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশকে দশেরার উপহার, রোহিতের ধামাকা শতরানে ম্যাচ পকেটে ভারতের

দেশকে দশেরার উপহার, রোহিতের শতরানে ম্যাচ পকেটে ভারতের

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরুর হারের ধারা ঘুরিয়ে ফের ভারতীয় ক্রিকেট পটকার ধামাকা। থেমে গেল অস্ট্রেলিয়ার জয়ের গর্জন। নাগপুরের ম্যাচে জিতে ৪-১ সিরিজ শেষ করল কোহলির ভারত। পাশাপাশি আইসিসি-র ক্রমতালিকায় ফের এক নম্বর স্থান পুনরুদ্ধার করে নিল তারা।

দেশকে দশেরার উপহার

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বেঙ্গালুরু ম্যাচে দলে সুযোগ পেয়ে কার্যকরী পারফরম্যান্স করতে পারেননি উমেশ যাদব ও মহম্মদ শামি। এদিন অধিনায়ক বিরাট কোহলি তাই এই সিরিজের উইনিং বোলিং কম্বিনেশনের পেস জুটিকে ফিরিয়ে আনেন। ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ ভারতীয় বোলিং ব্রিগেডের দায়িত্ব সামলান। ওয়ার্নার অর্ধশতরান করলেও এদিন অ্যারন ফিঞ্চকে বেশি বাড়তে দেননি ভারতীয় বোলাররা। অধিনায়ক স্টিভ স্মিথ বড় কিছু করতে পারেননি। পার্টটাইম বোলার কেদার যাদব তার উইকেটটি তুলে নেন। হেড ও স্টোনিস ৪২ ও ৪৬ রান করেন। তবে এদিন নিয়মিত ব্যবধানে উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান করে তারা। ভারতের হয়ে সফলতম বোলার অক্ষর প্যাটেল ৩ উইকেট নেন।

এদিকে রান তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ স্বচ্ছন্দ্য ছিল ভারতীয় দল। ওপেনিং জুটিতে ওঠে ১২৪ রান। রাহানে ৬১ করে আউট হন। তবে দুরন্ত ফর্মে থাকা রোহিত শর্মা কোনও ভুল করেননি। ১০৯ বলে ১২৫ রান করেন তিনি। তাঁর এদিনের ইনিংস ৫ টি ছয় ও ১১টি চার দিয়ে সাজানো ছিল। আন্তর্জাতিক কেরিয়ারে একদিনের ম্যাচে নিজের ১৪তম শতরান সেরে নিলেন তিনি।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Hitman <a href="https://twitter.com/ImRo45?ref_src=twsrc%5Etfw">@ImRo45</a> brings up his 14th ODI ton in style <a href="https://twitter.com/hashtag/INDvAUS?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvAUS</a> <a href="https://t.co/JM6JXbVc4x">pic.twitter.com/JM6JXbVc4x</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/914501465141518336?ref_src=twsrc%5Etfw">October 1, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এরপর বিরাট কোহলি ৩৯ রানে আউট হয়ে গেলেও কোনও অসুবিধা হয়নি। ৪২.৫ ওভারে ৭ উইকেটে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া। সিরিজ আগেই পকেটে পোড়া হয়ে গিয়েছিল, এদিন ৪-১ সিরিজ জিতে ফের ক্রমতালিকার এক নম্বর জায়গা ফিরে পাওয়ায় দারুণ খুশি দল। দশেরার পরের দিন এরকম উপহার পেয়ে দারুণ খুশি দেশবাসীও।

English summary
India has seal the series with 4-1 result against Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X