For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মণীশ পাণ্ডের শতরানে ভর করে 'হোয়াইট ওয়াশ' এড়াল ভারত

  • By Oneindia Staff Writer
  • |
Google Oneindia Bengali News

সিডনি, ২৩ জানুয়ারি : সিরিজ জিতলেও ধোনিবাহিনীকে হোয়াইট ওয়াশ করা আর হল না স্মিথেদের। মণীশ পাণ্ডের দুর্ধর্ষ ব্যাটিংয়ে ভর করে সিরিজের শেষ ম্যাচে অজিদের শেষ ম্যাচে মাত দিল ভারত।

চতুর্থ ম্যাচে আন্তর্জাতিক জীবনের প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেললেন তরুণ মণীশ। মাত্র ৮০ বলে শতরান করেন মণীশ। ১০৪ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করলেন মণীশ। মণীশের ব্যাটিংয়ে ভর করেই ৩৩০/৭ রান তাড়া করে ৬ উইকেটে জয় পেল ভারত।[বৃষ্টির ভ্রুকুটি সত্ত্বেও ভারতকে 'হোয়াইট ওয়াশ' করার হুঙ্কার স্মিথবাহিনীর]

মণীশ পাণ্ডের শতরানে ভর করে 'হোয়াইট ওয়াশ' এড়াল ভারত, সিরিজে অজিরা থামল ৪-১-এ

রোহিত শর্মাও এদিন সাবলীলভাবে খেলে ৯৯ রানে পৌঁছলেও শতরান এদিন করতে পারেননি। তবে তাতে দুঃখ নেই রোহিতের। তিনি শতরান করার পরও ভারত জেতেনি। অথচ আজ তার শতরান ফসকানোর পরও ভারতের জয় তাঁর কাছে অনেক বড় পাওয়া। এদিন ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন রোহিতই। ম্যান অফ দ্য ম্যাচ মণীশ পাণ্ডে।

তবে ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু উপহার দিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই। শেষ ওভারে প্রয়োজন ৬ বলে ১৩ রান। মাইকেল মার্সের প্রথম বলটিই ওয়াইড হল। দরকার আরও ১২ রান। এমন সময় ধোনির মারা ছক্কাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। কিন্তু পরের বলেই আউট হয়ে গেলেন ধোনি। জসপ্রীত বুমরা ব্যাট করতে নামলেও তাকে খুব একটা খাটতে হয়নি। পিচে হাত জমে যাওয়া পাণ্ডেই একটি চার মেরে ও পরের বলে ২ রান করে ম্যাচটি বের করে আনেন।

English summary
India avoid whitewash with Manish Pandey's super ton
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X