For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুনে যেতে সমর্থকদের জন্য আস্ত ট্রেনের ব্যবস্থা করল চেন্নাই সুপার কিংস, দেখুন ভিডিও

কাবেরী জলসঙ্কট ইস্যুতে এবছর একটি ম্যাচ খেলার পরে বাকী ম্যাচগুলি চিপক স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়ে পুনের স্টেডিয়ামে। এবার ফ্যানরা দলকে অনুসরণ করে চললেন পুনেয় ম্যাচ দেখতে।

  • |
Google Oneindia Bengali News

কাবেরী জলসঙ্কট ইস্যুতে এবছর একটি ম্যাচ খেলার পরে বাকী ম্যাচগুলি চিপক স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়ে পুনের স্টেডিয়ামে। সেটাই আগামিদিনে হতে চলেছে চেন্নাইয়ের হোম গ্রাউন্ড। বাকী ম্যাচ সেখানেই চেন্নাই খেলবে। কলকাতার সঙ্গে একটি ম্যাচ হওয়ার সময় বিতর্ক তুঙ্গে উঠলে আইপিএল কমিটি কোনও ঝুঁকি নিতে চায়নি। সিএসকে টিম ম্যানেজমেন্টকে প্রস্তাব দেওয়া হয় পুনেতে হোম ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য। সেই অনুযায়ী ম্যাচ সরে গিয়েছে। এবার ফ্যানরা দলকে অনুসরণ করে চললেন পুনেয় ম্যাচ দেখতে।

ম্যাচ পুনেয়

পুনেয় ম্যাচ সরলেও চেন্নাইয়ের দর্শকরা কীভাবে আইপিএল ও প্রিয় ক্রিকেটারদের মন থেকে মুছে ফেলেন? ফলে তাঁরাও দল বেঁধে চললেন পুনে। আর এক্ষেত্রে এগিয়ে এল খোদ চেন্নাই টিম ম্যানেজমেন্ট। সমর্থকদের জন্য গোটা ট্রেন ভাড়া করা হল। তাতে চেপেই দর্শকরা পুনে গেলেন চেন্নাইকে সমর্থন করতে।

ছাড়ল ট্রেন

চেন্নাই সেন্ট্রাল থেকে বৃহস্পতিবার ছাড়ল এক্সপ্রেস ট্রেন। সমর্থকে ঠাসা সেই ট্রেনের নাম হয়ে গেল 'হুইসল পোড়ু' এক্সপ্রেস। পুরো ট্রেনে শুধুই চেন্নাইয়ের সমর্থকেরা বোঝাই হয়ে গেলেন। সাধারণ যাত্রী ছিলেন না।

হুইসল পোড়ু টিম

সমর্থকেরা ঝাঁকে ঝাঁকে হলুদ জার্সি পরে চেন্নাই সেন্ট্রাল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠে পুনে গেলেন হইহই করতে করতে। মুখে চেন্নাইয়ের নামে ও প্রিয় ক্রিকেটারের নামে জয়ধ্বনি শোনা গেল সমর্থকদের মধ্যে।

ভক্তদের আবদারে সাড়া

চেন্নাইয়ে দলের হোম ম্য়াচ বন্ধ হওয়ার পরে সমর্থকরা ক্ষুব্ধ ও হতাশ ছিল। সিএসকে ফ্যান ক্লাবের তরফে তারপর দলের ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়। আবদার করা হয় যাতে কম মূল্যে ট্রেন বা বিমানের টিকিট দেওয়া হয়। তবে সিএসকে টিম ম্যানেজমেন্ট একধাপ এগিয়ে গিয়ে পুরো একটি ট্রেন ভাড়া করে দেয় সমর্থকদের জন্য।

সমর্থক বাছাই

ফ্যান ক্লাবের তরফে জানানো হয়েছে, খুব সতর্কভাবে সমর্থক বাছা হয়েছে। ২০ জনকে টুইটার থেকে নেওয়া হয়েছে। এছাড়া যারা নিয়মিত ফ্যান ক্লাবের অনুষ্ঠানে যান তাঁরা সুযোগ পেয়েছেন। এছাড়া যারা কোনওদিন লাইভ ম্যাচ দেখার সুযোগ পাননি, তাঁদেরকেও ট্রেনে জায়গা দেওয়া হয়েছে।

থাকা-খাওয়া ফ্রি

সিএসকে ফ্র্যাঞ্চাইজির তরফে সমর্থকদের শুধু চেন্নাই নিয়ে যাওয়াই নয়, থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। শুক্রবার পুনেতে চেন্নাইয়ের ম্যাচ রয়েছে। তারপরে সমর্থকদের আবার চেন্নাইয়ে ফেরত আনা হবে একই ট্রেনে।

English summary
After Cauvery row CSK franchise organises special train 'Whistle Podu' for fans to watch match in Pune
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X