For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ওয়ার্নার ঝড়, নিজেদের দুর্গ অক্ষত রাখল সানরাইজার্স! বৃথা গেল স্য়ামসনের শতরান

হায়দরাবাদে আইপিএল ২০১৯ ম্যাচে রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে সানরাইজার্স হায়দাবাদ ৫ উইকেটে জিতল। 

Google Oneindia Bengali News

দ্বিতীয় ম্য়াচেও জ্বলে উঠলেন ডেভিড ওয়ার্নার (৩৭ বলে ৬৯)। যোগ্য সঙ্গত দিলেন অপর ওপেনার জনি বেয়ারস্টো (২৮ বলে ৪৫)। ওপেনিং জুটিতে ১০ ওভারের মধ্যেই ১১০ রানে পৌঁছে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ১৫ বলে ৩৫ রানের ভাল ক্যামিও ইনিংস এল বিজয় শঙ্করের ব্যাট থেকেও। ১ ওভার বাকি রেখেই রাজস্থান রয়্যালস-এর ১৯৮ রান তাড়া করে জিতল হায়দরাবাদ।

ফের ওয়ার্নার ঝড়, নিজেদের দুর্গ অক্ষত রাখল সানরাইজার্স

এদিন ওয়ার্নার ঝড়ে পাওয়ার প্লে-তে সানরাইজার্স তোলে ৬৯ রান। মাত্র ২৯ বলে অর্ধশতরান করেন ওয়ার্নার। শেষ পর্যন্ত বেন স্টোক্স-এর একটি শর্ট পিচ বলে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরে যান ওয়ার্নার। ওই ওভারেই বেয়ারস্টো সুযোগ দিয়েছিলেন। কিন্তু থার্ডম্যান এলাকায় সহজ ক্য়াচ ফেলেন ধবল কুলকার্নি। কিন্তু দুই ওভার পরই শ্রেয়স গোপালের বলে লং অফে দারুণ ক্যাচ নিয়ে পাপস্খালন করেন ধবল।

এরপর বিজয় শঙ্কর ও অধিনায়ক কেইন উইলিয়ামসন দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বিজয় দারুণ দায়িত্ববান ব্যাটিং করছিলেন। উল্টো দিকে অধিনায়ক কেইন উইলিয়ামসন (১০ বলে ১৪)-ও তাঁর সঙ্গে যোগ দিতে গিয়ে উইকেট খোয়ান।

এরপর ১৬তম ওভারে পর পর দুই বলে বিজয় শঙ্কর ও মনীশ পাণ্ডে (৪ বলে ১)-র উইকেট পড়েছিল। কিন্তু সেই সময় জয়ের জন্য দরকার ছিল ২৬ বলে ৩১রান। সেই কাজটুকু সাড়লেন ইউসুফ পাঠান (১২ বলে ১৬) ও রশিদ খান (৮ বলে ১৫)।

এদিন রাজস্থান ওভার প্রতি প্রায় ১০ রান করে তুললেও তার মধ্যেও রশিদ ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ১টি উিকেট নেন। তাঁকেই ম্য়াচের সেরা বাছা হল।

তবে এদিন মাঠ মাতান রাজস্তান ইনিংসে সঞ্জু স্যামসান। আইপিএল-এ দ্বিতীয় শতরান পেলেন তিনি। ৪টি ছয় ও ১০টি চার মেরে ৫৫ বলে ১০২ করে অপরাজিত থাকেন তিনি। রশিদ চতুর্থ ওভারেই জস বাটলার (৮ বলে ৫)-কে ফিরিয়ে দিলেও স্যামসান ও রাহানে (৪৯ বলে ৭০)-র ৭৭ বলে ১১৯ রানের জুটির জোরেই ১৯৮ রান তুলেছিল রাজস্থান।

তারপরেও হায়দারাবেদর দুর্গে ফাটল ধরাতে পারল না তারা। এই নিয়ে ২০১৭ সাল থেকে ঘরের মাঠে ১৫টি ম্য়াচের মধ্যে ১২টিতে জিতল তারা।

English summary
Sunrisers Hyderabad have won the match against Rajasthan Royals in IPL 2019 match at Hyderabad. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X