For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অজি কোচরা আজও সহ্য করতে পারেন না সৌরভকে, ফের দাদা -র গায়ে কাদা ছুঁড়লেন জন বুকানন

সৌরভ গঙ্গোপাধ্যায়কে টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে সম্মান করেন না জন বুকানন। সৌরভের আত্মজীবনির প্রেক্ষিতে বুকাননের প্রতিক্রিয়া। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

সৌরভ গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনি '‌এ সেঞ্চুরি ইজ নট এনাফ'বই কার্যত বোমার মতো পড়েছে। নিজের জীবনের সত্যি লিখতে বসে জীবনের বিভিন্ন বিতর্কগুলিই ছুঁয়ে গেছেন তিনি।

অজি কোচরা আজও সহ্য করতে পারেন না সৌরভকে, ফের দাদা -র গায়ে কাদা ছুঁড়লেন জন বুকানন

[আরও পড়ুন:অজি কোচরা আজও সহ্য করতে পারেন না সৌরভকে, ফের দাদা -র গায়ে কাদা ছুঁড়লেন জন বুকানন ][আরও পড়ুন:অজি কোচরা আজও সহ্য করতে পারেন না সৌরভকে, ফের দাদা -র গায়ে কাদা ছুঁড়লেন জন বুকানন ]

গ্রেগ চ্যাপেলের বিতর্ক যেমন লিখেছেন তেমনিই বাদ যায়নি ২০০৯ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেক মাল্টিপল অধিনায়কের ভাবনার বিষয়টি। সে বছর আরেক অস্ট্রেলিয়ান কোচ আরেক ভাবে খেলেছিলেন সৌরভের সঙ্গে। এক একটি ম্যাচে আলাদা অধিনায়ক নিয়োগের থিয়োরি ব্যবহার হয়েছিল। অথচ আগের মরশুমে কেকেআরের অধিনায়ক থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়কে সে বিষয়ে পুরো অন্ধকারে রাখা হয়েছিল। সৌরভ নিজের বইয়ে লিখেছেন '‌গোটা বিষয়টাই অদ্ভুত ছিল। আমরা কোনও আভাস পাইনি।'‌

এদিকে সৌরভের এই কথার পাল্টা দিতে ভোলেননি জন বুকানন। এতবছর বাদেও সৌরভের এই মন্তব্যে-র পাল্টা দিয়েছেন অজি কোচ। তিনি বলেছেন, প্লেয়ার হিসেবে সৌরভকে তিনি সম্মান করেন না। নিজের বক্তব্যে তিনি বলেছেন, '‌টি২০ ক্রিকেটে সৌরভকে যে আমি কোনওদিনই সমর্থন করব না, তা ও জানত। ব্যক্তি হিসেবে, ভারতীয় আইকন হিসেবে, নাইট রাইডার্সের অঙ্গ হিসেবে ওকে আমি শ্রদ্ধা করি। তবে প্লেয়ার হিসেবে এতটুকুও নয়।'

বুকানন নিজের মন্তব্যের পিছনে আবার যুক্তির সারিও সাজিয়েছেন। তিনি বলেছেন আসলে যে সময় আইপিএলের টি-টোয়েন্টি এসেছে, সৌরভ সহ আরও বেশ কিছু ক্রিকেটার নিজেদের সেরা সময়টা পেরিয়ে এসেছেন। ফলে এই ফর্মাটে তাঁদের নতুন করে দেওয়ার মতো কিছু ছিল না।

তিনি আরও জানিয়েছেন সেই সময় নাইট রাইডার্সে সৌরভকে টি২০ ক্রিকেটে প্রয়োজন ছিল না। তাঁর মতে ওর পারফরমেন্স, শারীরিক ফিটনেস, টেকনিক, মানসিকতা- সব দিকেই দাদা ক্রিকেটার হিসেবে দেওয়ার জন্য তৈরি ছিলেন না। ‌‌

জন বুকানন আরও জানিয়েছেন সে সময়ে দক্ষিণ আফ্রিকায় চলা আইপিএলের তৃতীয় মরশুমে কেকেআর এত খারাপ পারফরম্যান্স করেছিল তার জন্য দলের সমস্ত আভ্যন্তরীন বিষয় বেরিয়ে আসছিল। এবং সংবাদমাধ্যমও সেটাকে নিজেদের মতো করে ব্যবহার করেছিল।

[আরও পড়ুন: ফেডেরার -নাদাল স্বাভাবিক নন, ঘোষণা বরিস বেকারের ][আরও পড়ুন: ফেডেরার -নাদাল স্বাভাবিক নন, ঘোষণা বরিস বেকারের ]

English summary
John Buchanan says he does not respect Sourav Ganguly as a t20 cricketer. Buchanan reacts after Sourav's autobiography.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X