For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে ফেরাতেই রেকর্ডের পিছনে ধাওয়া বাটলারের

পরপর চারটি ম্যাচে টানা অর্ধশতরানের ইনিংস খেলে আইপিএলে বীরেন্দ্র শেহওয়াগকে তাড়া করেছেন জস বাটলার।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থান রয়্যালসের হয়ে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করছিলেন জস বাটলার। শেষদিকে নেমে কয়েকটি ম্যাচে রান পেয়েছেন, কয়েকটি ম্যাচে সুযোগ আসেনি। এদিকে রাজস্থানও একদিকে হেরে চলেছিল। অন্যদিকে ওপেনিং পজিশনে অধিনায়ক অজিঙ্ক রাহানের খারাপ ফর্ম যেমন অব্যাহত ছিল, তেমনই একাধিক খেলোয়াড় তিনি বদল করে ফেলেছিলেন।

ওপেনিংয়ে ফেরাতেই রেকর্ডের পিছনে ধাওয়া বাটলারের

কখনও ডার্সি শর্ট, কখনও হেনরিক ক্লাসেন, কখনও সঞ্জু স্যামসন। সকলের সঙ্গেই রাহানে ব্যাট করেছেন। তবে কাঙ্খিত ওপেনিং জুটি তৈরি হচ্ছিল না। শেষ অবধি দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয় জস বাটলারকে।

আর বাটলারও সেই সুযোগ লুফে নেন। তারপর থেকে পরপর চারটি ম্যাচে টানা অর্ধশতরানের ইনিংস খেলে আইপিএলে বীরেন্দ্র শেহওয়াগকে তাড়া করেছেন তিনি। যার জেরে রাজস্থান পরপর দুটি ম্যাচ জিতে প্লে-অফের স্বপ্নও দেখতে শুরু করেছে।

শেহওয়াগ ২০১২ সালে পরপর চারটি ম্যাচে অর্ধশতরান করে রেকর্ড গড়েন। ২০১৬ সালে বিরাট কোহলি পরপর চারটি ম্যাচে অর্ধশতরান করেছিলেন। এদিন চেন্নাই ম্যাচ ধরলে বাটলারও পরপর চারটে ম্যাচে অর্ধশতরান করে ফেললেন। প্রথমে দিল্লি ম্যাচে ২৬ বলে ৬৭ রান দিয়ে শুরু। তারপরে পঞ্জাবের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে ৩৯ বলে ৫১ রান ও ৫৮ বলে ৮২ রান করেন।

এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে ৬০ বলে ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বহুকাঙ্খিত জয় এনে দিলেন বাটলার। এই আইপিএলে ১১ ম্যাচ খেলে ১৪৯.২৮ স্ট্রাইক রেটে ৪১৫ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৪৬.১১। এখন দেখার তিনি এভাবেই ব্যাটিং করে দলকে ফাইনালে তুলতে পারেন কিনা।

English summary
Jos Buttler hits 4 consecutive fifties in IPl 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X