For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখোশে মুখ ঢাকল লঙ্কা, সম্মানের লড়াই কি এভাবে জেতা যায় ,প্রশ্ন বোর্ড মহলে

দিল্লি টেস্টে-র চতুর্থ দিনে ফের একবার শ্রীলঙ্কার ক্রিকেটাররা অসুস্থ বোধ করেন, ক্রিকেটের পাশে ফের হাজির মাস্ক।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

দিল্লি টেস্টে-র চতুর্থ দিনে ফের একবার শ্রীলঙ্কার ক্রিকেটাররা অসুস্থ বোধ করেন, ক্রিকেটের পাশে ফের হাজির মাস্ক। এই নিয়ে বিসিসিআইয়ের একটা অংশ বেশ নাখুশ শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর।

মুখোশে মুখ ঢাকল লঙ্কা, সম্মানের লড়াই কি এভাবে জেতা যায় ,প্রশ্ন বোর্ড মহলে

[আরও পড়ুন:দিল্লি বনাম কলম্বো, দূষণের স্কেলে কে কোথায়, জেনে নিন পরিসংখ্যান][আরও পড়ুন:দিল্লি বনাম কলম্বো, দূষণের স্কেলে কে কোথায়, জেনে নিন পরিসংখ্যান]

যখন ব্যাট করছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা তখন দূষণ কাজ করছে না। কারণ দ্বিতীয় দিন যখন থেকে ভারত ফিল্ডিং করেছে, এবং তৃতীয় দিনে গোটা দিনেও মাঠে কোনও একজন শ্রীলঙ্কান ক্রিকেটার মাস্ক পড়েননি, মাস্ক পড়েননি প্যাভিলিয়নে থাকা ক্রিকেটাররাও। কিন্তু চতুর্থ দিনে ভারত আবার ব্যাট করতেই ফের মাঠে হাজির মাস্ক। লাকমল ফের অসুস্থ হয়ে বমি করেন। এরপরই আবার শ্রীলঙ্কান ক্রিকেটাররা মাস্ক পড়ে নেন।

মুখোশে মুখ ঢাকল লঙ্কা, সম্মানের লড়াই কি এভাবে জেতা যায় ,প্রশ্ন বোর্ড মহলে

[আরও পড়িন:বিহারের বাজিমাত , ভারতীয় ক্রিকেট নয়া নজির কিশোরদের][আরও পড়িন:বিহারের বাজিমাত , ভারতীয় ক্রিকেট নয়া নজির কিশোরদের]

এদিন সকালেই ৩৭৩ রানে শ্রীলঙ্কা দলকে প্যাক আপ করে দেয় ভারত। ভারত দ্বিতীয় ইনিংসে অনেকটা ওয়ানডে-র কায়দায় রান তোলে। শিখর ধাওয়ান ৬৭ রান করেন , বিরাট কোহলি, রোহিত শর্মা অর্ধশতরান করেন। ৫ উইকেট ২৪৬ রান করে ডিক্লেয়ার দেয় ভারতীয় দল।

এদিকে রান তাড়া করতে নেমে ইতিমধ্যেই ৩ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। পঞ্চম দিনে ম্যাচ জিততে শ্রীলঙ্কার টার্গেট ৩৭৯ রান। হাতে রয়েছে ৭ টি উইকেট। চতুর্থ দিনে ভারতের হয়ে জাদেজা দুটি ও সামি ১টি উইকেট নিয়েছেন।

English summary
Mask is back on field, Sri Lankan players again wear mask during 4rth days fielding time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X