
মাত্র ১২টি ইনিংস
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সবেমাত্র ১২টি ইনিংস খেলেছেন মায়াঙ্ক আগরওয়াল। এই অল্প সময়েই লাল বলের ক্রিকেটে দুটি দ্বিশতরানের মালিক হলেন এই কর্নাটকী ব্যাটসম্যান।

প্রথম দ্বিশতরান
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিশতরান করেন মায়াঙ্ক আগরওয়াল। ওই ম্যাচে ২১৫ রান করে তিনি আউট হন। ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ছক্কা হাঁকিয়ে কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতরান করেন মায়াঙ্ক।
|
বিরাটের আব্দার
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান করার পর মায়াঙ্ক আগরওয়ালকে, ড্রেসিং রুমে বসে থাকা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি হাত নেড়ে কিছু ইশারা করেন। তা দেখে বোঝা যায় মায়াঙ্ককে দ্বিশতরান করতে বলছেন বিরাট। অধিনায়ককে থাম্বস আপ দেখান ভারতীয় ওপেনার।
|
মায়াঙ্কের জবাব
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করার পর অধিনায়ক বিরাট কোহলির দিকে পাল্টা ইশারা করেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। অধিনায়ককে বোঝান যে তিনি তাঁর কথা রেখেছেন। পরক্ষণেই মায়াঙ্কের কাছে ত্রিশতরান আব্দার করেন বিরাট কোহলি। যদিও ২৪৩ রান করে আউট হয়ে যান কর্নাটকী ব্যাটসম্যান।