For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানের সামনে ১৬৮ রানের লক্ষ্য রাখল মুম্বই

শুরুটা ভাল করেও শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালসের সামনে বড় রানের লক্ষ্য রাখতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

শুরুটা ভাল করেও শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালসের সামনে বড় রানের লক্ষ্য রাখতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স।

রাজস্থানের সামনে ১৬৮ রানের লক্ষ্য রাখল মুম্বই

রবিবার প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু শুরুতেই এভিন লুইসের উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স। শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। লুইসের উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠতে বেশি সময় লাগেনি গত বারের চ্যাম্পিয়নদের। সূর্যকুমার যাদব এবং ঈশান কিষানের চওড়া ব্যাট বড় রানের স্বপ্ন দেখাতে শুরু করে মুম্বই সমর্থকদের। ৪৭ বলে ৭২ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। তাঁর ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার এবং ৩টি ছয় দিয়ে।

সূর্যকুমারের সঙ্গে তাল মিলিয়ে ঝোড়ো ব্যাটিং করেন কিষানও। চারটি চার এবং তিনটি ছয়ের সৌজন্যে ৪২ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। এই দুই ব্যাটসম্যান ছাড়া কোনও মুম্বই ব্যাটসম্যানই এ দিন বিশেষ কিছু করতে পারেননি। অধিনায়ক রোহিত শর্মা রানের খাতা না খুলেই ফেরেন প্যাভিলিয়ন। পাণ্ডিয়া ভাইরাও ব্যাট হাতে নিজেদের ঝলক দেখাতে ব্যর্থ হন। ৭ রান করেন ক্রুণাল পাণ্ডিয়া এবং ৪ রানে প্যাভিলিয়নে ফেরেন হার্দিক। শেষের দিকে ২২ রানের ইনিংস খেলে রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিরণ পোলার্ড।

রাজস্থানের হয়ে সুযোগ পেয়েই এ দিন বল হাতে জাত চেনালেন জোফ্রে আর্চার। ৪ ওভারে ২৩ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি। দু'টি উইকেট নেন গত ম্যাচে দলে সুযোগ না পাওয়া ধবল কুলকার্নি। একটি শিকার জয়দেব উনাদকাটের।

English summary
MI manage to score 167 after batting first
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X