For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পর অবসর নিচ্ছেন ধোনি!

মাহি মার রাহা হ্যায়! ২০২০ টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ধোনিকে নিয়ে এই ধ্বনি কি শোনা যাবে?

  • |
Google Oneindia Bengali News

মাহি মার রাহা হ্যায়! ২০২০ টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ধোনিকে নিয়ে এই ধ্বনি কি শোনা যাবে?

আইপিএল স্থগিতে ধোনির আন্তর্জাতিক ক্রিকেটার অস্তমিত ধরে নিয়ে ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে করোনা লকডাউনে এই প্রশ্ন ঘোরাফেরা করছে। কিন্তু ধোনি বিশ্বকাপ খেলবেই! কে, কেন এমন দাবি করলেন জেনে নেওয়া যাক।

 অনির্দিষ্টকালের জন্যে স্থগিত আইপিএল

অনির্দিষ্টকালের জন্যে স্থগিত আইপিএল

করোনা লকডাউনে দেশে এখন ১৭ মে পর্যন্ত তৃতীয় দফার লকডাউন। ফলে এই মরসুমে আইপিএল অনিশ্চিত।

আইপিএলই চাবিকাঠি

আইপিএলই চাবিকাঠি

ধোনির কাছে আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চাবি ছিল। করোনায় আইপিএলে তালা পড়তে ধোনির দেশের জার্সিতে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ মনে করছে ক্রিকেটমহল।

ধোনি শেষ কবে দেশের হয়ে খেলেছেন

ধোনি শেষ কবে দেশের হয়ে খেলেছেন

২০১৯ সালে জুলাইয়ে ইংল্যান্ড বিশ্বকাপে ধোনি শেষ দেশের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলেছিলেন।

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পর অবসর নিচ্ছেন ধোনি

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পর অবসর নিচ্ছেন ধোনি

ঝাড়খন্ড দলে ধোনির প্রাক্তন সতীর্থ মনীশ বর্ধন সিং এমনটাই মনে করছেন। ধোনির মধ্যে দেশের হয়ে এখনও অনেক ক্রিকেট খেলা বাকি রয়েছে মনে করছেন মনীশ।

আইপিএলে উজার করে দিতে চেয়েছিল

আইপিএলে উজার করে দিতে চেয়েছিল

ধোনির প্রাক্তন সতীর্থ মনীশ বলেছেন, 'ধোনি দেশের জার্সিতে ক্রিকেটে ফিরতে চায়। তাই আইপিএল নিজের সবটুকু উজার করে দিতে চেয়েছিল। করোনা ধাক্কা টুর্নামেন্ট স্থগিত হওয়া দুর্ভাগ্যবশত ধোনি এখন নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে না।'

 বিশ্বকাপের সময় ধোনির বয়স কত হবে?

বিশ্বকাপের সময় ধোনির বয়স কত হবে?

২০২০ সালে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে যখন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর, তখন ধোনির বয়স ৩৯ শে পৌঁছবে।

ঝাড়খন্ড দলের প্রথম ক্রিকেটার যিনি রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন

ঝাড়খন্ড দলের প্রথম ক্রিকেটার যিনি রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন

মাহির প্রাক্তন সতীর্থ মনীশ বর্ধন ঝাড়খন্ড দলের প্রথম ক্রিকেটার যিনি রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ধোনির সঙ্গে দীর্ঘদিন ধরে খেলেছেন। ধোনিকে অনেক কাছ থেকে চেনেন মনীশ। তাই ধোনির প্রত্যাবর্তন নিয়ে মনীশ আত্মবিশ্বাসী।

বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখেন ধোনি

বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখেন ধোনি

ধোনি বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখেন বলে মনে করছেন মনীশ। টি-২০ বিশ্বকাপে ধোনি দলে থাকবেন মনে করছেন তিনি। বিশ্বকাপ খেলে তারপরই ধোনি অবসর ঘোষণা করবেন বলে মনীশের ভবিষ্যৎবাণী।

English summary
MS Dhoni will play for Team India in T20 World Cup 2020 and will retire after that: mahi's Jharkhand teammate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X