For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল : ১২ বছরে কতটা এগিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, দেখুন পরিসংখ্যানে

আইপিএলে তিন বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টে ধারাবাহিকতার দিক থেকে রয়েছে দ্বিতীয় স্থান।

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে তিন বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টে ধারাবাহিকতার দিক থেকে রয়েছে দ্বিতীয় স্থান। প্রতিযোগিতার সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংসের থেকে একধাপ পিছিয়ে থাকলেও সফলতার দিক থেকে কিন্তু মহেন্দ্র সিং ধোনিদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই রোহিত শর্মারা। এবার মিলিয়ে আইপিএলের ফাইনালে মোট পাঁচ বার উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স। দেখে নেওয়া যাক নীল জার্সিধারীদের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান।

৫ বার ফাইনালে

৫ বার ফাইনালে

আইপিএলের প্রথম দুই মরশুমে গ্রুপ স্টেজ থেকে বিদায় নেওয়ার পর ২০১০-এ প্রথমবার ফাইনাল খেলে মুম্বই ইন্ডিয়ান্স। সেবার চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল রোহিত শর্মাদের। ২০১১ এবং ২০১২-র মরশুমে মুম্বই প্লে-অফে প্রবেশ করলেও, ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারেনি। পরের বছর অর্থাৎ ২০১৩-র আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবার ট্রফি ঘরে তোলেন নীল জার্সিধারীরা। ২০১৫ সালে ফের চির শত্রু চেন্নাইকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় মুম্বই। ২০১৭-র আইপিএল ফাইনালে রাইজিং পুনে সুপারজায়েন্টদের হারান রোহিত শর্মারা।

'অড বা বিজোড়' ফ্যাক্টর

'অড বা বিজোড়' ফ্যাক্টর

২০১০-এ আইপিএলে প্রথমবার ফাইনালে উঠেও চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। জোড় সংখ্যার ওই বছরকে পয়া বলে মনে করে না আরব সাগরের পারের দল। বরং বিজোড় সংখ্যাই তাদের ফেভারিট। কারণ, ২০১৩, ২০১৫, ২০১৭ অর্থাৎ বিজোড় সংখ্যার বছরগুলিতেই আইপিএল খেতাব জিততে সক্ষম হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৯-ও বিজোড় সংখ্যার বছর হওয়ায় চতুর্থ বার প্রিয় দল আইপিএলের খেতাব ঘরে তুলবে বলে আশাবাদী মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা।

প্লে-অফে মুম্বই

প্লে-অফে মুম্বই

চলতি মরশুম মিলিয়ে মোট ১২টি আইপিএল এডিশনে আট বার প্লে-অফ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিযোগিতার প্রথম দুই বছর এবং ২০১৬, ২০১৮-র মরশুম বাদ দিলে রোহিত শর্মাদের সাফল্য কিন্তু আকাশ ছোঁয়া।

হায়দরাবাদে নীল জার্সি

হায়দরাবাদে নীল জার্সি

যে মাঠে আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স, সেই হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০১৭ সালে কাপ হাতে তুলেছিলেন রোহিত শর্মা।

English summary
Mumbai Indian's 12 years journey in Indian Premier League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X