For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্রাণঘাতী রোগ' নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি নভজোৎ সিং সিধু

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৭ অক্টোবর : প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা মিডিয়া ব্যক্তিত্ব নভজোৎ সিং সিধু জটিল রোগ নিয়ে ভর্তি হয়েছেন দিল্লির একটি হাসপাতালে। মঙ্গলবার রাতেই লোকসভার প্রাক্তন সদস্য সিধু হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিধু যে সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন তাকে চিকিৎসা পরিভাষায় বলে ডিভিটি বা 'ডিপ ভেইন থ্রম্বোসিস'। এই রোগে শিরার মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। এর ফলে পা ফুলে যাওয়া, লালচে ছোপ বা গরম হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

'প্রাণঘাতী রোগ' নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি নভজোৎ সিং সিধু

তবে রোগ হার মানাতে পারবে না সিধুকে। নিজে হাসপাতালে শুয়ে ছবি টুইট করে নিজের সুস্থ হয়ে কথার আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন তিনি নিজেই।
অন্যদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, এই রোগ সঠিক সময়ে চিকিৎসা না করা হলে প্রাণঘাতী হতে পারে। তবে সিধু ভালো আছেন। খারাপের কোনও সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, দেশের হয়ে ৫১টি টেস্ট ও ১৩৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছেন সিধু। পরে বিজেপির টিকিটে অমৃতসর থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। টিভি ব্যক্তিত্ব হিসাবেও যথেষ্ট পরিচিতি রয়েছে তাঁর।

English summary
Navjot Singh Sidhu hospitalised with 'life threatening disease'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X