For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোসাদ্দেকের ওভারে ছয় ছক্কা হাঁকাতে চেয়েছিলেন রোহিত! বিস্তারিত জেনে নিন

রাজকোটে ভারতীয় ইনিংসের দশম ওভারে মোসাদ্দেক হোসেনের হাতে বল তুলে দিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মহম্মদুল্লা রিয়াদ। আর সেটাই যেন কাল হয়। ওই ওভারের প্রথম তিন বলে তিনটি ছক্কা হাঁকান রোহিত শর্মা।

  • |
Google Oneindia Bengali News

রাজকোটে ভারতীয় ইনিংসের দশম ওভারে মোসাদ্দেক হোসেনের হাতে বল তুলে দিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মহম্মদুল্লা রিয়াদ। আর সেটাই যেন কাল হয়। ওই ওভারের প্রথম তিন বলে তিনটি ছক্কা হাঁকান রোহিত শর্মা। তারপরের ইতিহাস তো সবার জানা। কিন্তু যেটা অজানা, সেটাই জানালেন খোদ হিটম্যান।

ছয় ছক্কা

ছয় ছক্কা

মোসাদ্দেক হোসেনের প্রথম তিন বলে তিনটি ছক্কা হাঁকান রোহিত শর্মা। চতুর্থ বলও তুলে মারতে যান হিটম্যান। কিন্তু ব্যর্থ হন। তাতে যে তিনি খুব একটা খুশি হননি, তা রোহিতের মুখ দেখেই বোঝা যায়। পিচে কেন এমন প্রতিক্রিয়া দিলেন তিনি, এর উত্তর নিজেই দিয়েছেন ভারত অধিনায়ক। ম্যাচ শেষে যুজবেন্দ্র চাহলকে দেওয়া এক মজাদার সাক্ষাৎকারে রোহিত জানিয়েছেন, মোসাদ্দেক হোসেনের ওই ওভারে ছয় ছক্কা হাঁকাতে চেয়েছিলেন তিনি।

ছক্কা হাঁকানোর জন্য পেশী বলের প্রয়োজন নেই

বাংলাদেশের বিরুদ্ধে রাজকোটের ম্যাচে ছটি ছক্কা আসে রোহিত শর্মার ব্যাট থেকে। ম্যাচ শেষের পর এক মজাদার সাক্ষাৎকারে রোহিতের এই পাওয়ার ব্যাটিং-র রহস্য জানতে চান যুজবেন্দ্র চাহল। উত্তরে হিটম্যান জানান, ছক্কা হাঁকানোর জন্য পেশী শক্তি নয়, সঠিক টেকনিক প্রয়োজন।

বল বাউন্ডারির বাইরে পাঠানো লক্ষ্য

বল বাউন্ডারির বাইরে পাঠানো লক্ষ্য

বাইশ গজে নামলে তাঁর চরিত্রই যেন বদলে যায়। স্বভাব শান্ত রোহিত শর্মা ব্যাট হাতে দৈত্যের ভূমিকায় অবতীর্ণ হন। রাজকোটে যেভাবে বাংলাদেশের বোলারদের শাসন করেছেন, আগামী দিনে একই ভাবে ব্যাট করে যাওয়া তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন হিটম্যান। ব্যাট করতে নেমে বল বাউন্ডারির বাইরে পাঠানোই তাঁর উদ্দেশ্য থাকে বলেও স্বীকার করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

মাঠে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন

মাঠে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন

প্রথম ম্যাচ হেরে পিছিয়ে থাকা ভারতীয় দল রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি জিততে মুখিয়ে ছিল। তাই ম্যাচে মিস ফিল্ডিং তিনি বরদাস্ত করতে পারেননি বলে স্বীকার করেছেন রোহিত শর্মা। ফলত যে যাঁর হাত থেকে বল ফসকেছে, মাঠেই তাঁকে আচ্ছা করে ধমকে দিয়েছেন হিটম্যান।

 শুরুটা ভালো হয়েছে

শুরুটা ভালো হয়েছে

যে কোনও গুরুত্বপূর্ণ ম্যাচ জেতার জন্য শুরুটা ভালো হওয়া প্রয়োজন। রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি তাঁর ও শিখর ধাওয়ানের মধ্যে হওয়া শতরান পার্টনারশিপ ম্যাচে পার্থক্য গড়ে দেন বলে দাবি করেছেন রোহিত শর্মা।

English summary
Rohit Sharma wanted to hit 6 sixes in one over
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X