For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানি অধিনায়কের লাগাতার স্লেজিং-র মোক্ষম জবাব দিয়েছিলেন সচিন তেন্ডুলকর

পাকিস্তানি অধিনায়কের লাগাতার স্লেজিং-র মোক্ষম জবাব দিয়েছিলেন সচিন তেন্ডুলকর, জেনে নিন সেই গল্প

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরকে, বাইশ গজের সবচেয়ে ভদ্র এবং নম্র ক্রিকেটার হিসেবেও চেনেন ক্রিকেট প্রেমীরা। মাঠে কখনও প্রতিপক্ষের কোনও ক্রিকেটারের সঙ্গে অশান্তি তো দূর, হাসি মুখে আম্পায়ারদের ভুল সিদ্ধান্তও মেনে নিতেন মাস্টার ব্লাস্টার। এহেন ক্রিকেটার কীভাবে উইকেটের পিছনে দাঁড়িয়ে অবিরাম স্লেজ করে চলে পাকিস্তানি অধিনায়কের মুখ বন্ধ করেছিলেন সচিন, তা শুনে গর্বে বুক ভরে যাবে।

পাকিস্তানি অধিনায়কের লাগাতার স্লেজিং-র মোক্ষম জবাব দিয়েছিলেন সচিন তেন্ডুলকর

পাকিস্তানের ওই প্রাক্তন অধিনায়ক তথা উইকেটরক্ষক-ব্যাটসম্যান রশিদ লতিফ নিজেই এই ঘটনার কথা জানিয়েছেন। বলেছেন, ভারতের হয়ে ব্যাট করছিলেন সচিন তেন্ডুলকর। তাঁকে কিছুতেই আউট করা যাচ্ছিল না। কোনও উপায় না দেখে উইকেটের পিছনে দাঁড়িয়ে তিনি সচিনকে ক্রমাগত উত্যক্ত করে মনোসংযোগ নষ্ট করার চেষ্টা চালাচ্ছিলেন বলে জানিয়েছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু সচিনের মনে তাঁর কু-কথার কোনও প্রভাব পড়ছিল না বলে জানিয়েছেন রশিদ। কেবল হেসে সব স্লেজিং-কে মাস্টার ব্লাস্টার কার্যত উড়িয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। সেই ম্যাচে বড় ইনিংসও খেলেছিলেন সচিন। তাই ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরকে তিনি দারুণ শ্রদ্ধা করেন বলে জানিয়েছেন রশিদ লতিফ।

উল্লেখ্য সচিন তেন্ডুলকরকে স্লেজিং করে আউট করা যে কতটা কঠিন, তা আগে জানিয়ছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম। সে-দেশের স্পিন লেজেন্জ সাকলিন মুস্তাক জানিয়ছিলেন, সচিন তেন্ডুলকরকে স্লেজ করে তিনি কত বড় ভুল করেছিলেন। এত সব গুনের জন্যই হয়তো ক্রিকেটের ইশ্বর বলা হয় মাস্টার ব্লাস্টারকেই।

English summary
Sachin Tendulkar replied with laugh on Pakistani captain's sledging
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X