অবশেষে ইংল্যান্ডের মাটিতে রানের খরা কাটালেন বিরাট কোহলি। ইংল্যান্ডের মাটিতে প্রথম শতরান করলেন বিরাট কোহলি। এজবাস্টনে ঐতিহাসিক টেস্টে শতরান করলেন ভারত অধিনায়ক।
গোটা দল ব্যর্থ হলেও একার কাঁধে টিম ইন্ডিয়াকে টেনে নিয়ে যান বিরাট। যদিও বিরাটের দু'টি ক্যাচ স্লিপে ড্রপ করেন ইংল্যান্ডের ফিল্ডাররা।
২২৫ বলে ১৪৯ রানের ইনিংস খেলেন তিনি। বিরাটের ইনিংসটি সাজানো ছিল ২২টি চার এবং ১টি ছয় দিয়ে। এদিন কোনও ভারতীয় ব্যাটসম্যান যদি বিরাটকে সঙ্গ দিতে সঠিক ভাবে তা হলে আরও বাড়তে পারত ভারতের রান। এর আগে ইংল্যান্ডের মাটিতে ২০১৪ সালে দশ ইনিংসে মাত্র ১৩৪ রান করেছিলেন বিরাট।
এদিন নিজের টেস্ট কেরিয়ারে ২২তম শতরানটি করলেন বিরাট। ১৭২ বলে শতরানটি আসে বিরাটের। বিরাটের এই ফর্ম যদি গোটা সিরিজে থাকে তা হলে সিরিজ জয়ের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় ভারতের।