For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসির সুপারিশ, বার্সার জার্সিতে দেখা যেতে পারে পোগবাকে

বহু আশা বুকে নিয়ে রাশিয়ায় পারি দেওয়া লিওনেল মেসি এবং তাঁর দলকে লেলিনের দেশ পাঠিয়েছে খালি হাতেই।

Google Oneindia Bengali News

বহু আশা বুকে নিয়ে রাশিয়ায় পারি দেওয়া লিওনেল মেসি এবং তাঁর দলকে লেলিনের দেশ পাঠিয়েছে খালি হাতেই। বিশ্বকাপের যে স্বপ্ন চোখে ভাসিয়ে খেলতে এসেছিলেন আর্জেন্তিনার ফুটবল কিংবদন্তি, সেই স্বপ্ন পায়নি বাস্তবের রূপ।

মেসির সুপারিশ, বার্সার জার্সিতে দেখা যেতে পারে পোগবাকে

বরং বিভিন্ন দিক দিয়ে অনেক পিছিয়ে থাকা ফ্রান্সের কাছে অবিশ্বাস্য ভাবে ৪-৩ গোলে হেরে বিদায় নিতে হয়েছে লিওনেল মেসির দলকে। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর এখন মেসির লক্ষ্য ক্লাব ফুটবলে সাফল্য পাওয়া। আর এই কারণেই পল পোগবাকে এই বার মেসির কথা মতো টার্গেট করতে চলেছে বার্সেলোনা।

মরসুম শেষে দীর্ঘ দিনের সম্পর্কে ইতি টেনে ন্যূ ক্যাম্পকে বিদায় জানিয়েছেন আন্দ্রে ইনিয়েস্তা। তাঁর ফাকা জায়গা ভরাট করার মতো কোনও ফুটবলার এই মুহূর্তে নেই বার্সেলোনায়, যে নিজের দায়িত্বে একা মাঝমাঠের দখল নিতে পারেন। এমনও শোনা যচ্ছে ক্রোয়েশিয়ার ইভান রাকিটিচও ছাড়তে পারেন ক্লাব। এই পরিস্থিতিতে বার্সেলোনার মাঝমাঠের শক্তি ধরে রাখতে পল পোগবাকে দলে নিয়ে মাস্টার স্ট্রোক দিতে চায় বার্সেলোনা।

সূত্রে খবর, পল পোগবাকে সই করানোর বিষয়ে আর্নেস্তো ভালভাদ্রের সঙ্গে নিজে কথা বলেছেন লিওনেল মেসি।

শুধু বার্সেলোনাই নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা এই মরসুমে দল পেতে ঝাঁপাচ্ছে চেলসি এবং রিয়াল মাদ্রিদও।

তবে, স্প্যানিশ সংবাদপত্র 'ডন ব্যালন'-এর খবর অনুযায়ী মেসি বার্সেলোনা কর্তৃপক্ষকে জানিয়েছেন পোগবাকে বার্সার জার্সি পরানোর জন্য যা প্রয়োজন, তাই যেন করা হয়।

English summary
According to reports Lionel Messi has told Barcelona boss Ernesto Valverde to sign Paul Pogba.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X