For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেইমারের পর কুটিনহোই সবচেয়ে বড় ভরসা ব্রাজিলের, মিডফিল্ডে কোন চমক দেবেন তিনি

ব্রাজিল দলে নেইমারের পরে যার উপরে সবচেয়ে বেশি ভরসা করে দেশবাসী বসে রয়েছে তিনি ফিলিপ কুটিনহো। গত জানুয়ারিতে রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরোর তিনি লিভারপুল থেকে বার্সেলোনায় সই করেছেন।

  • |
Google Oneindia Bengali News

ব্রাজিল দলে নেইমারের পরে যার উপরে সবচেয়ে বেশি ভরসা করে দেশবাসী বসে রয়েছে তিনি ফিলিপ কুটিনহো। গত জানুয়ারিতে রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরোর তিনি লিভারপুল থেকে বার্সেলোনায় সই করেছেন। ব্রাজিল মিডফিল্ডের সবচেয়ে বড় ভরসা তিনিই। এর আগে পাঁচবার ব্রাজিল বিশ্বকাপ জিতেছে। দেশকে ষষ্ঠবার বিশ্বকাপ জেতানোর অন্যতম কারিগর হতে পারেন কুটিনহো।

মিডফিল্ডার কুটিনহো

মিডফিল্ডার কুটিনহো


অ্যাটাকিং মিডফিল্ডার কুটিনহো স্কিলে সকলকে চমকে দিতে পারেন। শুধু মিডফিল্ড পজিশনেই নয়, সেন্ট্রাল মিডফিল্ড ও উইঙ্গার পজিশনেও তিনি দারুণ খেলতে পারেন। ড্রিবলিং, পাসিংয়ে সেই ব্রাজিলিয়ান ফুটবলের ছন্দ রয়েছে।

 লম্বা শটে গোল করতে ওস্তাদ

লম্বা শটে গোল করতে ওস্তাদ

ক্লাব ফুটবলে অনেক দূর থেকে লম্বা শটে অনেক গোল রয়েছে কুটিনহোর। বক্সের অনেক বাইরে থেকে তিনি গোল করতে সক্ষম। ফলে সেদিকে অবশ্যই বিপক্ষের নজর থাকবে। কুটিনহোকে বক্সে আটকালে হবে না, তার অনেক আগে আটকে দিতে হবে। তাহলেই বিপক্ষের মঙ্গল।

জাতীয় দলের হয়ে

জাতীয় দলের হয়ে

জাতীয় দল ব্রাজিলের হয়ে ৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ২৬ বছর বয়সী কুটিনহো ১০টি গোল করেছেন। এই বিশ্বকাপে মিডফিল্ডে রেনাতো অগাস্তো, পাওলিনহো, ফের্নান্দিনহো, ফ্রেডকে নিয়ে আক্রমণ গড়ে তুলবেন কুটিনহো। বল সরবরাহ করবেন নেইমার ও গ্যাব্রিয়েল জিসুসদের।

১৮ বছর বয়সে মিলানে সই

১৮ বছর বয়সে মিলানে সই

ব্রাজিল ক্লাব ফুটবলে ভাস্কো দা গামায় কুটিনহো খেলা শুরু করেন। মাত্র ১৮ বছর বয়সে তাঁকে সই করায় ইতালির ক্লাব ইন্টার মিলান। সিরি এ খেলতে শুরু করেন তিনি। পরে সেখান থেকে এসপানিওলে যান। ২০১২-১৩ সালে লিভারপুলে যান কুটিনহো। সেখান থেকে কেরিয়ারের উন্নতি হয় তাঁর।

লিভারপুলে সই

লিভারপুলে সই

পাঁচটি সিজনে লিভারপুলের রেড আর্মির হয়ে ২০০টি ম্যাচ খেলেন কুটিনহো। ৫৪টি গোল করে সমর্থকদের কাছের মানুষ হয়ে যান। তাঁকে লিটল ম্য়াজিশিয়ান নামে ডাকতে শুরু করেন সমর্থকেরা।

যোগ দেন বার্সায়

যোগ দেন বার্সায়

লিভারপুলে পাঁচ বছর অসাধারণ খেললেও কোনও ট্রফি জিততে পারেননি কুটিনহো। তারপরই লিভারপুল ছেড়ে বার্সায় যোগ দেন কুটিনহো। গত মরশুমের দ্বিতীয়ার্ধে যোগ দিয়ে ২২ ম্যাচে ১০টি গোল করেছেন তিনি। একইসঙ্গে লা লিগা ও কোপা দেল রে জিতেছেন।

English summary
Achievements of Philippe Coutinho as an player and Brazil stats in FIFA World Cup Russia 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X