For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের পদক নিতে অস্বীকার ক্রোয়েশিয়ার এই ফুটবলারের

বিশ্বকাপ শেষ হয়েছে এক সপ্তাহ হল। ধীরে ধীরে বিশ্বকাপের আমেজ থেকে বেড়িয়ে আসছে গোটা বিশ্ব। কিন্তু, এখনও মান ভাঙেনি ক্রোয়েশিয়ার ফুটবলার নিকোলা কালিনিচের।

Google Oneindia Bengali News

বিশ্বকাপ শেষ হয়েছে এক সপ্তাহ হল। ধীরে ধীরে বিশ্বকাপের আমেজ থেকে বেড়িয়ে আসছে গোটা বিশ্ব। কিন্তু, এখনও মান ভাঙেনি ক্রোয়েশিয়ার ফুটবলার নিকোলা কালিনিচের।

বিশ্বকাপের পদক নিতে অস্বীকার ক্রোয়েশিয়ার এই ফুটবলারের

বিশ্বকাপের মাঝ পথেই তাঁকে দেশে ফিরিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া টিম ম্যানেজমেন্ট। ঘটনার সূত্রপাত গ্রুপ পর্বের খেলায় নাইজেরিয়া বনাম ক্রোয়েশিয়া ম্যাচে। সেই ম্যাচে ৮৫ মিনিটে কালিনিচকে মাঠে নামাতে চাইলে, পিঠে ব্যথা রয়েছে বলে মাঠে নামতে অস্বীকার করেন তিনি।

এর পরই তাঁকে দেশে ফিরত পাঠায় ক্রোয়েশিয়ার টিম ম্যানেজমেন্ট। আর এই ঘটনায় চরম আঘাত পাওয়া ক্রোয়েশিয়ার এই তারকা স্ট্রাইকার বিশ্বকাপে রানার্সের পদক নিতে অস্বীকার করেন।

বিশ্বকাপের পদক নিতে অস্বীকার ক্রোয়েশিয়ার এই ফুটবলারের

দেশে ফিরে তাঁর সতীর্থরা তাঁকে পদক নেওয়ার জন্য জোড় করলে তিনি বলেন, 'দেশের এই সাফল্যের নেপথ্য আমার কোনও অবদান নেই। রাশিয়ায় আমি খেলিনি ফলে এই পদকের যোগ্য নই আমি।'

English summary
In the mid of World cup 2018, Croatia team management sent Nikola Kalinic to Croatia. And for that reason kalinic refuses to take the world cupm silver medal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X