For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবলে ফের করোনা থাবা, এবার আক্রান্ত ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার এমবাপে

ফুটবলে ফের করোনা থাবা, এবার আক্রান্ত ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার এমবাপে

  • |
Google Oneindia Bengali News

ফুটবলে ফের করোনা থাবা, আক্রান্ত ফ্রান্সকে ২০১৮ ফুটবল বিশ্বকাপ উপহার দেওয়া তরুণ তারকা কিলিয়ান এমবাপে। জুলাইয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির হয়ে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলেছিলেন। ইতিমধ্য়ে পিএসজির সেই দলের একাধিক ফুটবলার কোভিড ভাইরাসে সংক্রমিত হয়েছেন। যার মধ্য়ে নেইমার ও দিমারিয়ার নাম রয়েছে। আরও গুঞ্জন চ্যাম্পিয়ন্স লিগ শেষে পর তারা ঘুরতে গিয়ে করোনায় সংক্রমিত হন। নেইমার-দিমারিয়ার পর এবার এমবাপের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

জাতীয় দলের হয়ে খেলছেন এমবাপে

জাতীয় দলের হয়ে খেলছেন এমবাপে

এই মুহুর্তে উয়েফা নেশনস লিগে ফ্রান্সের জার্সিতে ব্যস্ত রয়েছেন এমবাপে। রবিবার দেশের হয়ে সুইডেনের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে খেলেছেন এমবাপে। দলের হয়ে ৪১ মিনিটে জয়সূচক গোলটি এমবাপের পা থেকেই এসেছিল।

বিশ্বকাপের রানার্স দলের বিরুদ্ধে নামা হচ্ছে না

বিশ্বকাপের রানার্স দলের বিরুদ্ধে নামা হচ্ছে না

করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার পর এই মুহূর্তে এমবাপে নিজের বাড়িতে ফিরে এখন আইসোলেশনে রয়েছেন। ফলে মঙ্গলবার বিশ্বজয়ীদের হয়ে পরের ম্যাচে বিশ্ব-রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে নামতে পারছেন না এমবাপে। ফরাসি ফুটবল সংস্থা এক বিবৃতিতে এমনটা জানিয়েছে।

ভারতীয় সময়ে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কখন

ভারতীয় সময়ে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কখন

ভারতীয় সময় আজ রাত ১২.৩০ মিনিটে উয়েফা নেশনস লিগের ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচ দেখা যাবে। পর্তুগাল ও ফ্রান্স দুই দলই এখনও পর্যন্ত নেশনস লিগে একটি করে ম্যাচ জিতে ৩ পয়েন্ট করে পেয়েছে। গোল পার্থক্যে এগিয়ে থাকার কারণে পর্তুগাল লিগ শীর্ষে ও ফ্রান্স ২ নম্বরে রয়েছে।

এমবাপের ক্লাবে মোট কত জনের সংক্রমণ

এমবাপের ক্লাবে মোট কত জনের সংক্রমণ

প্রসঙ্গত এমবাপে ফুটবল ক্লাব পিএসজিতে করোনার থাবা বসিয়েছে। অ্যাঙ্গেল দিমারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস প্রথমে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হন। এরপর নেইমারসহ আরও চারজন সেই তালিকায় যোগ হয়েছিলেন। এবার সেই তালিকা আরও দীর্ঘ হল এবং এমবাপের নাম জুড়ে গেল।

English summary
kylian mbappe to miss Croatia match in uefa nations league after positive Covid-19 test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X