For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এফসি এশিয়ান কাপ ২০১৯: ভারতের খেলা কবে - জেনে নিন সম্পূর্ণ সময়সূচী, কোথায় দেখবেন ম্যাচ

জেনে নিন এএফসি এশিয়ান কাপ ২০১৯-এর সম্পূর্ণ সময়সূচী। এছাড়াও জেনে নিন কখন এবং কোথায় ম্যাচ দেখা যাবে।

  • |
Google Oneindia Bengali News

আগামী ৫ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে এএফসি এশিয়ান কাপ ২০১৯। এশিয়ার ৫ সাব-কনফেডারেশনের ২২টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। ফাইনাল হবে ১ ফেব্রুয়ারি। ২০১৭ সালে এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পর থেকে ভারতের ফুটবল সমর্থকদের চোখ রয়েছে এই টুর্নামেন্টের দিকেই।

বর্তমানে ভারত ফিফা ক্রমতালিকায় ৯৭তম স্থানে রয়েছে। দীর্ঘ আটবছর পর এই প্রতিযোগিতার মূলপর্বে খেলতে চলেছে সুনীল ছেত্রির নেতৃত্বাধীন ভারতীয় দল। ৬ জানুয়ারি ফিফা ক্রমতালিকায় ১১৮-তম স্থানে থাকা থাইল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে অভিযান শুরু করবে 'ব্লু টাইগার্স'রা। টুর্নামেন্টের আগে বেশ ভাল ফর্মে রয়েছে স্টিভেন কনস্টানটাইনেরস দল।

জলপাইগুড়িতে বন্যা পরিস্থিতি

জলপাইগুড়িতে বন্যা পরিস্থিতি

প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। বসতি এলাকায় জল ঢুকে বিপর্যস্ত জনজীবন।

২৪ দলের টুর্নামেন্ট

২৪ দলের টুর্নামেন্ট

এএফসি এশিয়ান কাপের ইতিহাসে এবারই প্রথম ২৪ দলের টুর্নামেন্ট হতে চলেছে। ৪টি করে দল নিয়ে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে তাদের। গ্রুপ পর্যায়ের সেরা ১৬টি দলকে নিয়ে হবে নকআউট রাউন্ডের খেলা।

ইন্দ্রাণী মুখার্জির প্রথম স্বামীর খোঁজ

ইন্দ্রাণী মুখার্জির প্রথম স্বামীর খোঁজ

ইন্দ্রাণী মুখার্জির প্রথম স্বামীর খোঁজ পেয়েছে মুম্বই পুলিশ। খুব তাড়াতাড়ি কলকাতা আসার কথা রয়েছে পুলিশ আধিকারিকদের।

ভারতের সূচী

ভারতের সূচী

এএফসি এশিয়ান কাপ ২০১৯-এ ভারত রয়েছে গ্রুপ এ-তে। গ্রুপের বাকি তিনটি দল হল সংযুক্ত আরব আমিরশাহি, থাইল্যান্ড ও বাহারিন। ৬ তারিখ থাইল্যান্ডের পর ১০ জানুয়ারি ভারত মুখোমুখি হবে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি-র। এই ম্যাচটিই ভারতের জন্য সবচেয়ে কঠিন হওয়ার আশঙ্কা করছেন সুনীলরা। গ্রুপের শেষ ম্যাচে ১৪ জানুয়ারি বাহারিনের মুখোমুখি হবে ভারত।

জ্যোতি উবাচ

জ্যোতি উবাচ

হিন্দুদের নিজেদের মেয়েদের সর্বদা রক্ষা করা উচিত বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।

গ্রুপ পর্যায়ের সম্পূর্ণ সূচী

গ্রুপ পর্যায়ের সম্পূর্ণ সূচী

আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বাহারিন-এর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে গ্রুপ পর্যায়। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৪:৩০, সন্ধ্যা ৭:৩০ ও রাত ৯:৩০-এ তিনটি করে ম্য়াচ হবে। ১৪ জানুয়ারি থেকে প্রতিদিন একই সময়ে দুটি করে ম্য়াচ চলবে।

সংযুক্ত আরব আমিরশাহি বনাম বাহারিন - ৫ জানুয়ারি - রাত ৯:৩০
অস্ট্রেলিয়া বনাম জর্ডন - ৬ জানুয়ারি - বিকাল ৪:৩০
ভারত বনাম থাইল্যান্ড - ৬ জানুয়ারি - সন্ধ্যা ৭:০০
সিরিয়া বনাম প্যালেস্তাইন - ৬ জানুয়ারি - রাত ৯:৩০
চিন বনাম কিরঘিজিস্তান - ৭ জানুয়ারি - বিকাল ৪:৩০
দক্ষিণ কোরিয়া বনাম ফিলিপাইনস - ৭ জানুয়ারি- সন্ধ্যা ৭:০০
ইরান বনাম ইয়েমেন - ৭ জানুয়ারী - রাত ৯:৩০
ইরাক বনাম ভিয়েতনাম - ৮ জানুয়ারি - সন্ধ্যা ৭:০০
সৌদি আরব বনাম উত্তর কোরিয়া - ৮ জানুয়ারি - রাত ৯:৩০
জাপান বনাম তুর্কমেনিস্তান - ৯ জানুয়ারি - বিকাল ৪:৩০
উজবেকিস্থান বনাম ওমান - ৯ জানুয়ারি - সন্ধ্যা ৭:০০
কাতার বনাম লেবানন - ৯ জানুয়ারি - রাত ৯:৩০
বাহারিন বনাম থাইল্যান্ড - ১০ জানুয়ারি - বিকাল ৪:৩০
জর্ডন বনাম সিরিয়া - ১০ জানুয়ারি - সন্ধ্যা ৭:০০
ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি - ১০ জানুয়ারি - রাত ৯:৩০
প্যালেস্তাইন বনাম অস্ট্রেলিয়া - ১১ জানুয়ারি - বিকাল ৪:৩০
ফিলিপাইন্স বনাম চিন - ১১ জানুয়ারি - সন্ধ্যা ৭:০০
কিরগিজিস্তান বনাম দক্ষিণ কোরিয়া - ১১ জানুয়ারি - রাত ৯:৩০
ভিয়েতনাম বনাম ইরান - ১২ জানুয়ারি - বিকাল ৪:৩০
ইয়েমেন বনাম ইরাক - ১২ জানুয়ারি - সন্ধ্যা ৭:০০
লেবানন বনাম সৌদি আরব - ১২ জানুয়ারি - রাত ৯:৩০
উত্তর কোরিয়া বনাম কাতার - ১৩ জানুয়ারি - বিকাল ৪:৩০
ওমান বনাম জাপান - ১৩ জানুয়ারি - সন্ধ্যা ৭:০০
তুর্কমেনিস্তান বনাম উজবেকিস্তান - ১৩ জানুয়ারি - রাত ৯:৩০
সংযুক্ত আরব আমিরশাহি বনাম থাইল্যান্ড - ১৪ জানুয়ারি - রাত ৯:৩০
ভারত বনাম বাহারিন - ১৪ জানুয়ারি - রাত ৯:৩০
প্যালেস্তাইন বনাম জর্ডন - ১৫ জানুয়ারি - সন্ধ্যা ৭:০০
অস্ট্রেলিয়া বনাম সিরিয়া - ১৫ জানুয়ারি - সন্ধ্যা ৭:০০
দক্ষিণ কোরিয়া বনাম চিন - ১৬ জানুয়ারি - সন্ধ্যা ৭:০০
কিরঘিজিস্তান বনাম ফিলিপাইনস - ১৬ জানুয়ারি - সন্ধ্যা ৭:০০
ভিয়েতনাম বনাম ইয়েমেন - ১৬ জানুয়ারি - রাত ৯:৩০
ইরান বনাম ইরাক - ১৬ জানুয়ারি - রাত ৯:৩০
ওমান বনাম তুর্কমেনিস্তান - ১৭ জানুয়ারি - সন্ধ্যা ৭:০০
জাপান বনাম উজবেকিস্তান - ১৭ জানুয়ারি - সন্ধ্যা ৭:০০
লেবানন বনাম উত্তর কোরিয়া - ১৭ জানুয়ারি - রাত ৯:৩০
সৌদি আরব বনাম কাতার - ১৭ জানুয়ারি - রাত ৯:৩০

বিপাকে কাম্বলি

বিপাকে কাম্বলি

ফের বিপাকে পড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। পরিচারিকাকে মারধর অত্যাচারের কারণে কাম্বলি ও তাঁর স্ত্রীর নামে অভিযোগ দায়ের হল থানায়।

নকআউট পর্বের সম্পূর্ণ সূচী

নকআউট পর্বের সম্পূর্ণ সূচী

গ্রুপ পর্যায়ের সেরা ১৬টি দল খেলবে নকআউট পর্যায়ে। কোয়ার্টারফাইনাল, সেমিফাইনাল হয়ে ১ ফেব্রুয়ারি কাপ জেতার চুড়ান্ত মোকাবিলায় নামবে শেষ দুটি দল।

শেষ ১৬ -

ম্যাচ ১: ২০ জানুয়ারি - বিকাল ৪:৩০
ম্যাচ ২: ২০ জানুয়ারি - সন্ধ্যা ৭:৩০
ম্যাচ ৩: ২০ জানুয়ারি - রাত ১০:৩০
ম্যাচ ৪: ২১ জানুয়ারি - বিকাল ৪:৩০
ম্যাচ ৫: ২১ জানুয়ারি - সন্ধ্যা ৭:৩০
ম্যাচ ৬: ২১ জানুয়ারি - রাত ৯:৩০
ম্যাচ ৭: ২২ জানুয়ারি - সন্ধ্যা ৬:৩০
ম্যাচ ৮: ২২ জানুয়ারি - রাত ৯:৩০

কোয়ার্টার ফাইনাল ১ - ২৪ জানুয়ারি - সন্ধ্যা ৬:৩০
কোয়ার্টার ফাইনাল ২ - ২৪ জানুয়ারি - সন্ধ্যা ৬:৩০
কোয়ার্টার ফাইনাল ৩ - ২৫ জানুয়ারি - সন্ধ্যা ৬:৩০
কোয়ার্টার ফাইনাল ৪ - ২৫ জানুয়ারি - রাত ৯:৩০

সেমিফাইনাল ১ - ২৮ জানুয়ারি - সন্ধ্যা ৭:৩০
সেমিফাইনাল ২ - ২৯ জানুয়ারি - সন্ধ্যা ৭:৩০

ফাইনাল - ১ ফেব্রুয়ারি - সন্ধ্যা ৭:৩০

টেট তদন্তে সিআইডি

টেট তদন্তে সিআইডি

প্রাইমারি টেটে ব্যাগ ভর্তি প্রশ্নপত্র উধাওয়ের ঘটনার তদন্তভার হাতে নিন সিআইডি। অন্যদিকে আগামী ৪ অক্টোবর টেট হওয়া নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।

কোথায় দেখা যাবে ম্যাচ?

কোথায় দেখা যাবে ম্যাচ?

এশিয়ান কাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচারের দায়িত্বে রয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। এছাড়া প্রতিটি ম্যাচই লাইভ স্ট্রিমিং হবে হটস্টার.কম-এ।

দিদির কঙ্কাল সৎকার করতে চান পার্থ

দিদির কঙ্কাল সৎকার করতে চান পার্থ

কঙ্কাল কাণ্ডের অন্যতম নায়ক পার্থ দে নিজের দিদি দেবযানীর কঙ্কাল সৎকার করতে চেয়ে আবেদন জানালেন।

সলমনের স্বস্তি

সলমনের স্বস্তি

২০০২ হিট অ্যান্ড রান মামলায় সলমনের জামিনের আর্জি খারিজের আবেদন বাতিল করে দিল শীর্ষ আদালত। মৃত কনস্টেবল রবীন্দ্র পাতিলের মা এই আবেদন করেছিলেন।

আগরপাড়া জোড়া হত্যা মামলায় ভর্ৎসিত আইও

আগরপাড়া জোড়া হত্যা মামলায় ভর্ৎসিত আইও

আগরপাড়ায় জোড়া হত্যা তদন্তে খড়দহ থানার তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে ঘটনার তদন্তভার তুলে দেওয়া হল সিআইডির হাতে।

ফের পিছল টেট

ফের পিছল টেট

ফের পিছিয়ে গেল প্রাইমারি টেট পরীক্ষা। আপাতত ১ অক্টোবর হওয়ার কথা রয়েছে এই পরীক্ষা।

ফাঁসির সাজা তুলে দেওয়ার সুপারিশ

ফাঁসির সাজা তুলে দেওয়ার সুপারিশ

কেন্দ্রের কাছে ফাঁসির সাজা তুলে দেওয়ার সুপারিশ করল জাতীয় আইন কমিশন।

বিগ বি-র টুইটার অ্যাকাউন্ট হ্যাক

বিগ বি-র টুইটার অ্যাকাউন্ট হ্যাক

অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। সেখানে পর্নোগ্রাফিক সাইটের লিঙ্ক ঢুকিয়ে দেওয়া হয়েছে।

৭ মাওবাদী ধৃত

৭ মাওবাদী ধৃত

বিহারের বাঁকড়া জেলায় পুলিশ ও সেনার যৌথ অপারেশনে ধরা পড়ল ৭ জন মাওবাদী।

অ্যাডভান্টেজ ভারত

অ্যাডভান্টেজ ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৮৫ রানের লিড নিল ভারত। আগামিকাল টেস্টের শেষ তথা পঞ্চম দিন বোলাররা সব উইকেট নিতে পারেন কিনা সেটাই এখন দেখার।

এদিন রোহিত শর্মা ও রবিচন্দ্রণ অশ্বিন অর্ধশতরান করেন।

৫ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দ্রাণীর পুলিশ হেফাজত

৫ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দ্রাণীর পুলিশ হেফাজত

শিনা বোরা হত্যা মামলায় আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দ্রাণী মুখার্জী, সঞ্জীব খান্না ও শ্যাম রাইকে পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত।

English summary
Here is the full schedule and timing of AFC Asian Cup 2019. Also find out when and where the matches can be seen. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X