For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম ম্যাচেই 'ঘুমন্ত দৈত্য' থেকে 'নীল বাঘ'! সমীহ আদায় করল বিশ্বখ্যাত পর্তুগীজ কোচেরও

এশিয়ান কাপের প্রথম ম্যাচেই থাইল্যান্ডের বিপক্ষে জয়ের পর ভারতীয় ফুটবল দলের প্রশংসা করলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ম্যানেজার কার্লোস কুইরোজ।

Google Oneindia Bengali News

এশিয়া কাপে ভাল খেলে নিজেদের ফুটবল শক্তির জানান দিতে চেয়েছিলেন সুনীল-জেজেরা। প্রথম ম্য়াচেই ৪-১ ফলের বিশাল ব্যবধানে হারিয়ে সেই কাজটা ভালভাবেই শুরু করল কনস্টানটাইনের দল। যার প্রমাণ স্বরূপ ভারতের জাতীয় দল ভুয়সী প্রশংসা পেল বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ-এর। সুনীল ছেত্রির জোড়া গোল এবং অনিরুধ থাপা ও জেজের ১টি করে গোলে আপাতত গ্রুপ এ-এর শীর্ষে রয়েছে ভারত।

এবারের এশিয়া কাপে যে কজন বড় কোচ রয়েছেন তাঁর মধ্যে অন্যতম কুইরোজ। এসেছেন ইরান দলকে নিয়ে। দীর্ঘ মধ্যপ্রাচ্যের এই দলটির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ২০১৪ ও ২০১৮ দুই বিশ্বকাপেই ইরাণের কোচ ছিলেন তিনি। এছাড়া তার আগে ২০০২ বিশ্বরকাপে দক্ষিণ আফ্রিকা ও ২০১০ সালে পর্তুগাল দলকে বিশ্বকাপে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই তিনিই সোমবার ভারতীয় দলকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন আদেশ শ্রীবাস্তবের ঘণিষ্ঠ ছিলেন। আদেশকে শেষ বিদায় জানাতে এবং পরিবারের কাছে শোকজ্ঞাপন করতে উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চন।

পুরো পাল্টে গিয়েছে

পুরো পাল্টে গিয়েছে

কুইরোজ জানিয়েছেন শেষবার ইরানের বিরুদ্ধে খেলার সময় থেকে বর্তমান ভারতীয় দলের খোল-নলচেই পাল্টে গিয়েছে। তিনি জানিয়েছএন ভারতের সাম্প্রতিক ম্য়াচগুলি সবকটি তিনি দেখেছেন। তাঁর মতে গত দুই বছরে অনেক পথ এগিয়ে এসেছে ভারতীয় ফুটবল দল।

শেখর কাপুর

শেখর কাপুর

আদেশ শ্রীবাস্তবের অন্ত্যেষ্টি অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন শেখর কাপুর।

যে ম্যাচের কথা বলছেন

যে ম্যাচের কথা বলছেন

এর আগে ২০১৬ সালে ভারত ও ইরান পর পর দুটি ম্য়াচে মুখোমুখি হয়েছিল। সেটা ছিল রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দুটি পর্ব। বেঙ্গালুরুতে ৩-০ ও তেহরানে ২-০ গোলে ভারতকে হারিয়েই এই এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরের রাউন্ডে পৌঁছেছিল ইরান।

সোনু নিগম

সোনু নিগম

আদেশ শ্রীবাস্তবের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন গায়ক সোনু নিগম।

অভিনন্দন সমর্থকদেরও

অভিনন্দন সমর্থকদেরও

থাইল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়কে তিনি 'দারুণ জয়' বলে চিহ্নিত করেছেন। জানাতে ভোলেননি দারুণ পারফরম্যান্সেই এসেছে এই জয়। এর জন্য তিনি কোচ, ভারতীয় দল ও ভারতীয় সমর্থকদেরও অভিনন্দন জানিয়েছেন।

সুনিধি চৌহান

সুনিধি চৌহান

নিজের স্বামীর সঙ্গে আদেশ শ্রীবাস্তবকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন গায়িকা সুনিধি চৌহান।

সঠিক দিশায়

সঠিক দিশায়

পর্তুগিজ কোচের মতে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের এই পারফরম্য়ান্সই বলে দিচ্ছে ভারতীয় ফুটবল একেবারে সঠিক দিশায় চলেছে।

অনিল কাপুর

অনিল কাপুর

আদেশ শ্রীবাস্তবকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন অনিল কাপুর।

সঠিক সিদ্ধান্ত

সঠিক সিদ্ধান্ত

এবারের এশিয়া কাপের ২৩ সদস্যের ভারতীয় দলে ৯ জনেরই বয়স ২৩-এর নিচে। ভিয়েতনামের পর ভারতই তরুণতম দল নিয়ে এসেছে। কুইরোজ বলছেন। এটা একেবারে সঠিক সিদ্ধান্ত। তিনি জানান, জাতীয় দলকে এগিয়ে নিয়ে যেতে গেলে শুধু বর্তমানের দিকে তাকালে চলবে না, ভবিষ্যতের কথাও ভাবতে হবে। তার জন্যই 'নতুন পা'-দের দরকার। নাহলে দল বদ্ধ ডোবার মতো হয়ে যাবে।

অলকা ইয়াগনিক

অলকা ইয়াগনিক

আদেশ শ্রীবাস্তবকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন গায়িকা অলকা ইয়াগনিক।

অভিজিৎ

অভিজিৎ

গায়ক অভিজিতও উপস্থিত ছিলেন আদেশ শ্রীবাস্তবের অন্ত্যেষ্টি অনুষ্ঠানে।

অভিজিৎ সাওয়ান্ত

অভিজিৎ সাওয়ান্ত

গায়ক অভিজিৎ সাওয়ন্ত উপস্থিত ছিলেন আদেশ শ্রীবাস্তবের শেষকৃত্য অনুষ্ঠানে।

রবি কিষণ

রবি কিষণ

ভোজপুরী সুপারস্টার রবি কিষণকেও দেখা গেল আদেশ শ্রীবাস্তবের অন্ত্যেষ্টি অনুষ্ঠানে।

শেষ বিদায়

শেষ বিদায়

ক্যানসারের সঙ্গে মারণযুদ্ধে হেরে গেলেন জনপ্রিয় সুরকার আদেশ শ্রীবাস্তব। শেষ বিদায়ে আদেশ শ্রীবাস্তব।

English summary
One of the most decorated managers in world football Carlos Queiroz lauds Indian football team after their victory over Thailand in their Asian Cup opener. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X