For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বার্সেলোনা দলে কোচিংয়ের ডাক পেলেন আইএসএলের কোচ

বার্সেলোনা দলে কোচিংয়ের ডাক পেলেন আইএসএলের কোচ

  • |
Google Oneindia Bengali News

বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে ৮ গোল হজমের পর বার্সলোনা দলে ব্যাপক বদল। স্প্যানিশ কোচ কিকে সেতিয়েনকে ছেঁটে প্রাক্তন হল্যান্ড কোচ রোনাল্ড কোম্যানকে ক্লাবের প্রধান কোচ করে সই করেছে বার্সেলোনা। কোচ হওয়ার পর সুদূর বার্সেলোনা থেকে ভারতীয় আইএসএল ক্লাবের এক কোচকে পেতে চেয়েছেন কোম্যান।

বার্সেলোনা দলে কোচিংয়ের ডাক পেলেন আইএসএলের কোচ

বার্সেলোনা দলে কোচিংয়ের ডাক পেলেন আইএসএলের কোচ

আইএসএলের ক্লাব হায়দরাবাদ এফসির কোচ অ্যালবার্ট রোকাকে কোচিং টিমে চাইছেন কোম্যান। ইতিমধ্যে কোম্যান সহকারী হিসেবে বার্সেলোনায় অ্যালফ্রেড স্ক্রুডার এবং হেনরিক লার্সানকে পেয়ছেন। কোচিং স্টাফ আরও এক সহকারী হিসেবে রোকাকে চাইছেন বার্সা কোচ।

আইএসএলের ক্লাবে রোকার কত বছরের চুক্তি

আইএসএলের ক্লাবে রোকার কত বছরের চুক্তি

এই মুহূর্তে আইএসএলের ক্লাব হায়দরাবাদ এফসির অ্যালবার্ট রোকার ২০২২ সালের মে পর্যন্ত চুক্তি রয়েছে। তবে সেই চুক্তি ছিন্ন করে রোকা কাতালান ক্লাবে যোগ দিতে পারেন। হল্যান্ড কোচ রোনাল্ড কোম্যান রোকাকে সহকারী হিসেবে চেয়েছেন।

অতীতে বার্সেলোনা দলের সঙ্গে কাজ করেছেন রোকা

অতীতে বার্সেলোনা দলের সঙ্গে কাজ করেছেন রোকা

স্প্যানিশ কোচ অ্যালবার্ট রোকা অতীতে বার্সেলোনায় সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। ফলে বার্সেলোনা রোকার চেনা জায়গা। ওখানে ২০০৩-‌০৮ সালে বার্সালোনার ডাচ ম্যানেজার ফ্র‌্যাঙ্ক রাইকার্ডের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

বেঙ্গালুরু থেকে হায়দরাবাদে রোকা

বেঙ্গালুরু থেকে হায়দরাবাদে রোকা

বেঙ্গালুরু এফসির কোচ হিসেবে সফল রোকাকে হায়দরাবাদ এফসির কর্তারা এবছর তাদের দলে নিয়োগ করেছে। দলের সঙ্গে রোকার দুবছরের চুক্তি রয়েছে।

 মেসির ক্লাব ছাড়ার খবরে বার্সেলোনা জুড়ে ক্লাবের বিরুদ্ধে বিক্ষোভ, অগ্নিগর্ভ পরিস্থিতি মেসির ক্লাব ছাড়ার খবরে বার্সেলোনা জুড়ে ক্লাবের বিরুদ্ধে বিক্ষোভ, অগ্নিগর্ভ পরিস্থিতি

English summary
Barcelona New Coach Koeman wants ISl Club Hyderabad FC coach Albert Roca as assistant coach
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X