For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলতে দেখা যাবে না এই বড় দলগুলিকে

রাশিয়া বিশ্বকাপের আসরে এবার বেশ কয়েকটি বড় দলকে খেলতে দেখা যাবে না। যার মধ্যে সবচেয়ে বড় নাম ২০০৬ বিশ্বকাপ জয়ী ইতালি দল রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

রাশিয়া বিশ্বকাপের আসরে এবার বেশ কয়েকটি বড় দলকে খেলতে দেখা যাবে না। যার মধ্যে সবচেয়ে বড় নাম ২০০৬ বিশ্বকাপ জয়ী ইতালি দল। ইতালি মোট চারবার বিশ্বকাপ জিতেছে। তারপরও এবার মূলপর্বে খেলতে পারছে না। এই তালিকায় শুধু যে নীল জার্সির দল রয়েছে তা নয়। আরও বড় দলও রয়েছে। কোন কোন দল এবার বিশ্বকাপ খেলতে পারছে না, দেখে নেওয়া যাক একনজরে।

ইতালি

ইতালি

এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় দল হিসাবে ইতালি অংশগ্রহণ করছে না। স্পেন ও সুইডেনের কাছে হেরে বিশ্বকাপে অংশগ্রহণের আশা এবারের মতো চূর্ণ হয়েছে। শেষবার ২০০৬ সালে ইতালি বিশ্বকাপ জেতে ফ্রান্সকে হারিয়ে। এর আগে একবারই ১৯৫৮ সালে ইতালি মূলপর্বে উঠতে পারেনি। তারপরে এবারও যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল চারবারের বিশ্বজয়ীরা।

নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস

ভ্যান বাস্তেন, জোহান ক্রুয়েফের দেশ নেদারল্যান্ডস বিশ্বকে টোটাল ফুটবল উপহার দিয়েছে। বর্তমানে দলে আরয়েন রবেন, রবীন ভ্যান পার্সি ও ওয়েসলি স্নেইডারের মতো তারকা রয়েছেন। তবুও কমলাবাহিনী বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি। কোনওবার বিশ্বকাপ না জিতলেও ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে ফাইনালে খেলেছে নেদারল্যান্ডস। ২০১৬ ইউরো কাপের পর ২০১৮ বিশ্বকাপেও দেখা যাবে না রবেন, ভ্যান পার্সিদের।

চিলে

চিলে

২০১৪ বিশ্বকাপে ভালো খেললেও এবারের বিশ্বকাপে সুযোগ পায়নি চিলে। এর মাঝে দুবার কোপা আমেরিকা জিতেছে দক্ষিণ আমেরিকার এই দেশ। অ্যালেক্সিস স্যাঞ্চেস, ক্লদিও ব্র্যাভোরা এবার দলকে বিশ্বকাপে তুলতে পারেননি। ফিফা ক্রমতালিকা ১৫ নম্বরে রয়েছে চিলে। এত উপরে থাকা কোনও দল এবারের বিশ্বকাপে খেলছে না এমনটা বেশ চমকপ্রদ। ২০১৭ সালের জুলাই মাসেও ফিফা ক্রমতালিকায় ৪ নম্বরে ছিল চিলে। তবে কনফেডারেশনস কাপে জার্মানির কাছে হারের পর আর ফর্ম ধরে রাখতে পারেনি দল।

মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র

১৯৮৬ সালের পর ফের একবার বিশ্বকাপের আসরে দেখা যাবে না আমেরিকাকে। কনকাকাফ কাপ জেতার পরও আমেরিকা বিশ্বকাপ খেলতে পারছে না। শেষ কোয়ালিফায়ার ম্যাচে ড্র করলেই চলতো। তবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের মূল পর্ব থেকে আমেরিকাকে ছিটকে যেতে হয়েছে।

ক্যামেরন

ক্যামেরন

রজার মিল্লার ক্যামেরন ১৯৯০ বিশ্বকাপে সাড়া ফেলে দিয়েছিল। এতদিনে মোট সাতবার বিশ্বকাপে খেলেছে ক্যামেরন। তবে যোগত্যা অর্জন পর্বে নাইজেরিয়া ও জাম্বিয়ার পিছনে শেষ করে বিশ্বকাপের বাইরে চলে গিয়েছে। যদিও ২০১৭ সালে আফ্রিকান কাপ অব নেশনস জিতেছে ক্যামেরন। তা সত্ত্বেও মূলপর্বে জায়গা পায়নি আফ্রিকার এই দেশ।

ঘানা

ঘানা

আফ্রিকার আর এক শক্তিশালী দেশ ঘানাও এবার রাশিয়া বিশ্বকাপের টিকিট পায়নি। ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে উঠে সকলকে চমকে দিয়েছিল ঘানা। ২০১৪ বিশ্বকাপে অবশ্য প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল। এবারও যোগ্যতা অর্জন পর্বে খুব খারাপ ফুটবল খেলে ঘানা ছিটকে গিয়েছে।

গ্রিস

গ্রিস

২০০৪ ইউরো চ্যাম্পিয়ন গ্রিস বিশ্বকাপের আসরে সেভাবে কিছু করতে পারেনি। এখনও পর্যন্ত ১৯৯৪, ২০১০ ও ২০১৪ সালে বিশ্বকাপের মূলপর্বে খেলেছে গ্রিস। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেই

English summary
Big teams that didn't qualify for the FIFA World CUP Russia 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X