For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা ফুটবল লিগ ২০১৯, ভেস্তে যাওয়া ট্রফি নির্ণায়ক ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ কবে জেনে নিন

পুজোর ঢাকে কাঠি। চতুর্থীকে শহরে দুর্গা উৎসব শুরু। এর মাঝেই কলকাতার ফুটবল ফ্যানেদের জন্য খুশির খবর। বৃষ্টি ও বানের জলে ভেস্তে যাওয়া ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচের দিন জানাল আইএফএ।

  • |
Google Oneindia Bengali News

পুজোর ঢাকে কাঠি। চতুর্থীকে শহরে দুর্গা পুজোর উৎসব শুরু। এর মাঝেই কলকাতার ফুটবল ফ্যানেদের জন্য খুশির খবর। বৃষ্টি ও বানের জলে ভেস্তে যাওয়া ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচের দিন জানাল আইএফএ।

কলকাতা লিগের ট্রফি নির্ণায়ক ম্যাচ কবে

কলকাতা লিগের ট্রফি নির্ণায়ক ম্যাচ কবে

কলকাতা লিগের ট্রফি নির্ণায়ক ভেস্তে যাওয়া ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ হবে ৩ অক্টোবর। তবে ম্যাচটি কলকাতায় ইস্টবেঙ্গল মাঠে হচ্ছে না। বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে দুপুর আড়াইতে ম্যাচ খেলা হবে।

 কত গোলে ম্যাচ জিততে হবে ইস্টবেঙ্গলকে

কত গোলে ম্যাচ জিততে হবে ইস্টবেঙ্গলকে

শেষ ম্যাচে জর্জ টেলিগ্রাফকে ২-০ গোলে হারিয়েছে পিয়ারলেস। ১১ ম্যাচ শেষে পিয়ারলেসের ঝুলিতে ২৩ পয়েন্ট। ১০ ম্যাচ শেষে ২০ পয়েন্টে রয়েছে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে লাল-হলুদ ব্রিগেডকে শুধু জিতলেই চলবে না, গোল পার্থক্যের কথাও মাথায় রাখতে হবে। পিয়ারলেসের গোল পার্থক্য ১৩। অন্যদিকে ইস্টবেঙ্গলের গোল পার্থক্য ৭। সেক্ষেত্রে শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে কাস্টমসের বিরুদ্ধে ৭ গোলের ব্যবধানে ম্যাচ জিততে হবে।

 একনজরে পয়েন্ট টেবিল

একনজরে পয়েন্ট টেবিল

১) ১১ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থানে পিয়ারলেস
২) ১১ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে মোহনবাগান
৩) ১০ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে লিগের তিন নম্বরে ইস্টবেঙ্গল(গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তিনে লাল-হলুদ)

English summary
calcutta football league 2019: east bengal vs customs match shedule and timing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X