For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেনাল্টি মিস করে লিও মেসির সমগোত্রীয় হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ইরান ম্যাচ ভালো গেল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পেনাল্টি মিস করলেন, হলুদ কার্ড দেখলেন। তবুও ম্যাচ ড্র করে পর্তুগাল শেষ ১৬-য় পৌঁছে গেল।

  • |
Google Oneindia Bengali News

ইরান ম্যাচ ভালো গেল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পেনাল্টি মিস করলেন, হলুদ কার্ড দেখলেন। তবুও ম্যাচ ড্র করে পর্তুগাল শেষ ১৬-য় পৌঁছে গেল।

পেনাল্টি মিস করে লিও মেসির সমগোত্রীয় হলেন রোনাল্ডো

ম্যাচের প্রথমার্ধের শেষ লগ্নে ৪৫ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে অনবদ্য শটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রিকার্দো কারেসমা। সেই অবস্থায় প্রথমার্ধে ইরানের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধে নামে পর্তুগাল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটের মাথায় বক্সে রোনাল্ডোকে ফাউল করে পেনাল্টি পায় পর্তুগাল। স্পেন ম্যাচে পেনাল্টি থেকে দলকে গোল করে এগিয়ে দিয়েছিলেন সিআর সেভেন। এই ম্যাচেও সেরকম কিছুই আশা করেছিল গ্যালারি ভর্তি পর্তুগিজ দর্শক। ভিএআর প্রযুক্তি ব্যবহার করে পর্তুগালকে পেনাল্টি দেওয়া হয়। রোনাল্ডো সেইমতো পেনাল্টি শট মারতেও যান। তবে ইরানের গোলকিপার রেইরনভন্দ অসাধারণ সেভ করে দেন।

ফলে এদিন পেনাল্টি মিস করে আর এক কিংবদন্তি লিওনেল মেসির সমগোত্রীয় হলেন রোনাল্ডো। মেসি আইসল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন। আর এদিন রোনাল্ডো গ্রুপ লিগের শেষ ম্যাচে ইরানের বিরুদ্ধে পেনাল্টি গোলকিপারের হাতে মারলেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="und" dir="ltr">🙌<a href="https://twitter.com/hashtag/IRNPOR?src=hash&ref_src=twsrc%5Etfw">#IRNPOR</a> <a href="https://t.co/5HB4TxF4do">pic.twitter.com/5HB4TxF4do</a></p>— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) <a href="https://twitter.com/FIFAWorldCup/status/1011328644755742720?ref_src=twsrc%5Etfw">June 25, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিনটা রোনাল্ডোর ছিল না। খুব একটা ছন্দে ছিলেন না সিআর সেভেন। ম্যাচের ৮৪ মিনিটের মাথায় ফাউল করে বিপক্ষ খেলোয়াড়কে গুঁতো দিয়ে হলুদ কার্ডও দেখেন।

শেষ অবধি ম্যাচ হেরেও যেতে পারত পর্তুগাল। ৯৩ মিনিটের মাথায় ইরানকে পেনাল্টি থেকে গোল এনে দেন আনসারিফর্দ। এই পেনাল্টিও ভিএআর প্রযুক্তি ব্যবহার করেই নেওয়া হয়। অবশেষে খেলা শেষ হয় ১-১ গোলে। ৫ পয়েন্ট নিয়ে পর্তুগাল পরের রাউন্ডে ওঠে। ইরান ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায়।

English summary
Cristiano Ronaldo equalises Lionel Messi after missing penalty against Iran
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X